ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সরালেন আফগান প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৬:২৮, ২৫ ডিসেম্বর ২০১৮

প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সরালেন আফগান প্রেসিডেন্ট

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে তাদের স্থলে তালেবানবিরোধী দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশটি থেকে মার্কিন সৈন্য হ্র্রাসের ঘোষণার পর এ বড় রদবদল ঘটানো হলো। এএফপি। প্রেসিডেন্সিয়াল ডিক্রি অনুসারে, আফগান গোয়েন্দা সংস্থার দুই সাবেক প্রধান আমরুল্লাহ সালেহ ও আসাদুল্লাহ খালেদকে যথাক্রমে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে এ আকস্মিক রদবদলের কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি। দেশজুড়ে জঙ্গী হামলা বৃদ্ধি নিয়ে সমালোচনার জেরে চার মাস আগে পদত্যাগের আবেদন জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইজ আহমেদ বারমাক ও প্রতিরক্ষামন্ত্রী তারিক শাহ বাহরামি। সে সময় তাদের এ আবেদন নাকচ করে দেন গনি। এদিকে গত সপ্তাহের শেষ দিকে এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প আফগানিস্তান থেকে প্রায় অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তে কয়েকদিন ধরে আফগানিস্তানে বেশ অস্থিরতা সৃষ্টি হয়।
×