ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে পাটের কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০৬:০২, ২৫ ডিসেম্বর ২০১৮

শ্রীপুরে পাটের কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার শ্রীপুরে একটি পাটের কারখানায় এবং এর গোডাউনে সোমবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে মালামাল ও মেশিনপত্রসহ ওই কারখানা পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে সোমবার সন্ধ্যা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, শ্রীপুরের কেওয়া বাজারে সারাহ্ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের পাটের কারখানায় সোমবার উৎপাদন চলছিল। রাতের শিফ্্টের কাজ শেষে সকালে শ্রমিকরা ডিউটি বদল করার সময় কারখানার মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে পাট প্রসেসিংয়ের সফ্টনার মেশিন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কারখানার শেড থেকে আগুন গুদামে থাকা পাট, পাটজাত দ্রব্যাদি, জিও ব্যাগ ও জিও তৈরির কেমিক্যালসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি, শ্রীপুর স্টেশনের ৩টি এবং ভালুকা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানার নিজস্ব পানির কোন উৎস না থাকায় দূর থেকে পানি এনে আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে। আগুনের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে এক ব্যক্তি আহত হয়। কারখানার সিনিয়র ম্যানেজার জিয়াউল হক খান জানান, কারখানার ব্রেকার কার্ডের ৮নং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় বাতাস থাকায় আগুন মুহূর্তেই পাশের গোডাউনের শেডে ছড়িয়ে পড়ে। এতে কারখানা ও দুটি শেডের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
×