ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোটে উপজেলা চেয়ারম্যানরা অংশ নিতে পারছেন না

প্রকাশিত: ০৬:০১, ২৫ ডিসেম্বর ২০১৮

ভোটে উপজেলা চেয়ারম্যানরা অংশ নিতে পারছেন না

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের চেম্বার আদালতে আপীল আবেদন জানিয়েও প্রার্থিতা ফিরে পান নি বিএনপির ৭ প্রার্থী ও একটি স্বতন্ত্র আসনের প্রার্থীসহ মোট ৮ জন। এরা সবাই উপজেলা চেয়ারম্যান। এর ফলে তাদের আর নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অন্যদিকে মানিকগঞ্জ-১ আসনে খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান এ আদেশ প্রদান করেছেন। বিএনপির ৭ প্রার্থী ও একটি স্বতন্ত্র আসনের প্রার্থীসহ মোট ৮ জন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এরা হলেন বিএনপির জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ আসনের মোঃ ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এম এ আব্দুল মজিদ, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ, ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক এবং ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন। এছাড়া, ময়মনসিংহ-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমনের মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রার্থীদের করা আপীল আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান ননীর আদালত এ আদেশ দেন। ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ ॥ মানিকগঞ্জ-১ আসনে খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছে চেম্বার জজ আদালত। এ সংক্রান্ত আপীলের শুনানি নিয়ে সোমবার আপীল বিভাগের বিচারপতি মোঃ নুরজ্জামানের আদালত এ আদেশ দেন। মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এস এ জিন্নাহ কবিরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছিল। পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মানিকগঞ্জ-১ আসনের খন্দকার আব্দুল হামিদ ডাবলু হাইকোর্টে রিট করেন। মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের প্রার্থী ডাবলু বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে।
×