ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল’

প্রকাশিত: ০৬:০১, ২৫ ডিসেম্বর ২০১৮

‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল’

স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতি সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিগত দশ বছরে যেখানে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা বিরাজ করেছিল সেখানে বাংলাদেশে গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে শতকরা ৭-৮ ভাগ হারে। আমরা এখন উন্নয়নের মহাসোপানে প্রবেশ করেছি। বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার ৭৫২ মার্কিন ডলারে উন্নীত। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ সমগ্র বিশ্বকে চমক দেখিয়েছে। মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র ও কর্ণফুলী টানেল নির্মাণসহ অর্থনীতির এমন কোন ক্ষেত্র নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। গতকাল সোমবার জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিজয় দিবসের তাৎপর্য : উন্নয়নের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মজিবর রহমান আল মামুনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও অন্য প্রকাশের মাজহারুল ইসলাম। সেমিনারে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ কে এম রেজাউল করিম রচিত প্রবন্ধ পাঠ করে শোনান জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা।
×