ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আরও আট জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন

প্রকাশিত: ০৬:০০, ২৫ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী আরও আট জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৭টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। ধানম-ির নিজ বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সাতটি জেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন, দল ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে এলাকার ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইবেন। প্রধানমন্ত্রীর নির্বাচন কার্যক্রমের কর্মসূচীর মধ্যে রয়েছে- আগামীকাল বুধবার বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ, চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠ এবং নওগাঁয় নওজোয়ান মাঠে জেলা/মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এছাড়া পরদিন বৃহস্পতিবার বিকেল তিনটায় কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা/মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জেলার আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী ও সাধারণ মানুষের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সকল কর্মসূচীকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ৮ বিভাগে নির্বাচন মনিটরিং॥ এদিকে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি দল ও মহাজোট মনোনীত প্রার্থীদের নির্বাচনের সকল কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে ৮ বিভাগের জন্য পৃথক টেলিফোন ও ফ্যাক্স নম্বর স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এবং সকল জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগ ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল নেতাকে সর্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়্যারম্যান অনুরোধ জানিয়েছেন। টেলিফোন নম্বরগুলো হলে- ঢাকা বিভাগ- ০২-৪৪৬১১৯০৩, সিলেট বিভাগ-০২-৪৪৬১১৯০৪, খুলনা বিভাগ- ০২-৪৪৬১১৯০৫, বরিশাল বিভাগ- ০২-৪৪৬১১৯০৬, চট্টগ্রাম বিভাগ-০২-৪৪৬১১৯০৭, ময়মনসিংহ বিভাগ- ০২-৪৪৬১১৯০৮, রাজশাহী বিভাগ- ০২-৪৪৬১১৯০৯, রংপুর বিভাগের জন্য টেলিফোন নম্বর হচ্ছে- ০২-৪৪৬১১৯১০। এছাড়া মনিটরিং সেলের ফ্যাক্স নম্বর হচ্ছে- ০২-৪৪৬১১৯১১ ও দলীয় কার্যালয়ের ফোন- ০২-৯৬৭৭৮৮১।
×