ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ ডিসেম্বর ২০১৮

মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন হয়েছেন। এদিকে হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় নিহতের বন্ধু আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর পল্লবীতে মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। নিহতের নাম জরিনা আক্তার (৪২)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বারনটেক দয়ালের মোড়ের এক বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের মেয়ে জামাই শাহিন গা-ঢাকা দিয়েছে। পল্লবী থানার এসআই আকলিমা আক্তার জানান, স্থানীয় দয়ালের মোড়ের পাঁচতলা একটি বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন শাহীন ও তার স্ত্রী লাকি। তাদের পাশেই ভাড়া থাকতেন শাহীনের শাশুড়ি জরিনা। এসআই আকলিমা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেয়ে লাকিকে দেখাতে জরিনা জামাতা শাহীনের বাসায় আসেন। বাসায় ভেতরে ঢুকেই জরিনা দেখতে পান, মাদক সেবন করছে জামাতা শাহিন। এ নিয়ে শাহিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন তার শাশুড়ি জরিনাকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে জরিনাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই আকলিমা জানান, বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে জরিনার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর পুলিশ নিহতের জামাতা শাহিনকে খুঁজছে। তাকে খুঁজে পেলে হত্যাকা-ের রহস্য উদঘাটন হবে। হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু ॥ রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সজীব (১৯) নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। নিহতের বন্ধু আদনান আকাশ পুলিশকে জানিয়েছেন, তারা দু’জনে শিক্ষার্থী। নিহত রিফাত আগারগাঁও তালতলা গবর্নমেন্ট স্টাফ কোয়ার্টারের জি/১০১ নম্বর ফ্ল্যাটে থাকত। তার বাবার নাম মোঃ লিটন মিয়া। তিনি বলেন, রবিবার রাত ১টার দিকে রিফাত ও সজীব দুই বন্ধু মোটরসাইকেলে করে হাতিরঝিলে ঘুরতে আসেন। মোটরসাইকেল দ্রুত গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রিফাতকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সোমবার দুপুরে ঢামেক মর্গে রিফাতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গুরুতর আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
×