ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনার ডিসিকে হুমকি দিয়ে চিঠি

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ ডিসেম্বর ২০১৮

খুলনার ডিসিকে হুমকি দিয়ে চিঠি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে চিঠি দিয়ে হুমকি প্রদান করা হয়েছে। সোমবার ডাকযোগে ওই চিঠিটি জেলা প্রশাসকের দফতরে পৌঁছায়। চিঠি দিয়ে হুমকির বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসক। হুমকি দিয়ে চিঠি প্রদানের বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশকে মৌখিকভাবে তিনি জানিয়েছেন বলে জানান। প্রেরকের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জেলা প্রশাসককে পাঠানো হাতে লেখা ওই চিঠির প্রথম প্যারায় লেখা রয়েছে, ‘যদি দেশকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান তাহলে কোন রূপ চালাকি বা পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। আর এর যদি কোন ব্যতিক্রম হয় বা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেন, খোদার কসম করে বলছি দেশ শ্মশানে পরিণত হবে। আপনাদের কেউ বাঁচাতে পারবে না। জনগণই আপনাদের তুলাধুনা করবে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশে কোন বেইমান মীরজাফর থাকতে দেয়া হবে না। প্রয়োজনে আরও একটি মুক্তিযুদ্ধ হবে, মাইন্ড ইট।’ চিঠির দ্বিতীয় প্যারায় লেখা রয়েছে, ‘এখন দেখছি আপনারা বড় রাজাকার। এই দশ বছর হাসিনা আপনাদের লালন পালন করে রেখেছে একাদশ সংসদ নির্বাচনে বেইমানি করার জন্য তাই না? জনগণ তা হতে দেবে না। এর খেসারত আপনাদের পেতেই হবে। কথাটা মনে রাখবেন। ৭১ এর যুদ্ধ তো দেখেন নাই, তা হলে কেমন করে বুঝবেন স্বজন হারানোর জ্বালা। প্রশাসক সাহেব আপনারও ছেলে মেয়ে আছে, তাদের কথা ভাবুন। স্বজন হারার জ্বালা যে কত নির্মম, কত ভয়াবহ তা ৩০ ডিসেম্বরের পর হাড়ে হাড়ে টের পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের বুঝবার শক্তি দেন। দেশ থাকবে আপনি থাকবেন না, আমিও থাকব না, তাহলে কেন পরবর্তী প্রজন্মের গ্লানি নিয়ে বেঁচে থাকবেন।’
×