ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেনাবাহিনীকে বিতর্কের উর্ধে রাখতে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫২, ২৫ ডিসেম্বর ২০১৮

সেনাবাহিনীকে বিতর্কের উর্ধে রাখতে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ ডিসেম্বর ॥ নোয়াখালীতে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসনকে বিতর্কিত করেছে। এখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, তাই সেনাবাহিনীকে বিতর্কের উর্ধে রাখতে হবে। সামনের চার দিন ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান। সোমবার শেষ বিকেলে নোয়াখালী-৫ নিজ আসনের কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর মিয়া বেপারির হাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায়, আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে আমরা তার জবাব দিব। আসলে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতলবে আছে। তিনি মওদুদ আহমদের গাড়িতে হামলার বিষয়ে বলেন, মওদুদ আহমদ নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে ঘুরে। সে গাড়িতে নিজের লোক দিয়ে হামলা করে, আওয়ামী লীগের নামে দোষ চাপাচ্ছেন। মওদুদ ২২ বছর ক্ষমতায় ছিলেন কোন কাজ করেননি। জনগণকে কলা দেখাইছে মুলা ঝুলাইছে আর হাইকোর্ট দেখাইছে। আওয়ামী লীগের লোকজন যদি হামলা করে, তার প্রমাণ পেলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, একশ’ বছরের দুঃখ নোয়াখালী খাল সংস্কার করার কাজ চলছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে নির্বাচিত হলে ঘরে ঘরে চাকরি ও গ্যাস সংযোগ দেয়া হবে। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ আরও অনেকে। ফেনী ॥ ওবায়দুল কাদের ফেনীতে বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিতর্কিত করেছে। সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত না করতে সকলের প্রতি আহ্বান জানান। সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে মোতায়েন হয়েছে, সিভিল প্রশাসনের সহযোগিতায় নির্বাচনে মাঠে দায়িত্ব পালন করতে এসেছে। তিনি বলেন, সেনাবাহিনী কোন দল বা জোটের নয় নিরপেক্ষ ভূমিকা রাখবে। সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে কামাল আতাতুর্ক হাইস্কুল মাঠে ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের লেঃ জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি কথার লোক, কাজ করে না, বছরের পর প্রতারণা করেছে, কলা দেখাচ্ছে মুলা ঝুলাচ্ছে। মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে মহিলা ও তরুণ ভোটাররা নৌকা-লাঙ্গল জয়ের প্রধান হাতিয়ার। মন্ত্রী বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজন বেকার কে চাকরি দেয়া হবে। ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-৩ মহাজোটের মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেঃ জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।
×