ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকল্পধারা ও যুক্তফ্রন্টের ইশতেহার ঘোষণা

গণতন্ত্র ও ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৮

গণতন্ত্র ও ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার ॥ ‘উন্নয়ন হোক তোমার হৃৎপি-/গণতন্ত্র হোক তোমার আত্মা-জেগে ওঠো দুর্বার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিকল্পধারার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্ট। গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আট দফা ইশতেহারে আরও রয়েছে, সংসদ সদস্যের সংখ্যা ৪৫০-এ বৃদ্ধি করা, নারীদের জন্য সংরক্ষিত ৭০ আসন, ১০০ আসন বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, প্রাদেশিক সরকার সৃষ্টি, সুশাসনের জন্য দুর্নীতিমুক্ত এবং দক্ষ প্রশাসন তৈরির ব্যবস্থা, মতানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখা। এছাড়াও সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধি ও নিশ্চিতকরণ, নারীদের আর্থিক উন্নয়নে পৃথক ব্যাংক প্রতিষ্ঠা, সকল ধর্মীয় অনুভূতির প্রতি রাষ্ট্রীয় সম্মান-সহানুভূতি ও শ্রদ্ধাবোধের পরিবেশ সৃষ্টি, জঙ্গীবাদ এবং চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গণতন্ত্র ও ভারসাম্যের রাজনীতি, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার, ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয় ইশতেহারে যুক্ত করা হয়েছে। সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ইশতেহার ঘোষণা করেন জোটের প্রধান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বদরুদ্দোজা চৌধুরী। ইশতেহার ঘোষণার আগে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি হবে জাতির জন্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে জাতি গণতন্ত্রের দিকে আরও একটি ধাপ এগিয়ে আসবে। সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে জানিয়ে বি. চৌধুরী বলেন, সর্বস্তরে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। অসাম্প্রদায়িকতা, বাক স্বাধীনতা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজে পরিবর্তন আনার জন্য আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে। সময় এসেছে পরিবর্তনের, সেই পরিবর্তনের মূল সূত্রগুলো আমি উপস্থাপন করছি। এই ইশতেহার আগামী দিনের সনদ। ইশতেহার ঘোষণায় গণতন্ত্র ও ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে বিকল্পধারা ও যুক্তফ্রন্ট। বি. চৌধুরী বলেন, মন্ত্রিসভায় কমপক্ষে ২০ শতাংশ নারী ও ২০ শতাংশ দেশের বিশেষজ্ঞদের টেকনোক্র্যাটদের জন্য ‘সংরক্ষণ’ করবে তার দল ও জোট। জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩০০ থেকে ৪৫০ এ উন্নীত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা, প্রাদেশিক সরকার ও আইনসভা গঠনের কথা রয়েছে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে। ফ্রন্ট ক্ষমতায় এলে জাতীয় সংসদে বিরোধীদল থেকে ডেপুটি স্পীকার নির্বাচন করবে বলে জানান বি. চৌধুরী। অঙ্গীকারনামায় রয়েছে, নির্বাচনকালীন সরকারের কথা, ন্যায়পাল পদ সৃষ্টি, রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোন সংসদ সদস্য কোন বিলে স্বতন্ত্র বিবেচনার ভিত্তিতে ভোট প্রদানে বাধাপ্রাপ্ত নন, তাকে মেনে নিতে হয় দলের সিদ্ধান্ত। এই অনুচ্ছেদ সংস্কার করে সাংসদদের ‘অনাস্থা ভোটের’ বিধান করার প্রতিশ্রুতি রয়েছে এই ইশতেহারে। বিকল্পধারা ও যুক্তফ্রন্ট ঘোষিত অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচীর নানা অঙ্গীকারের মধ্যে রয়েছে, সব ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করার প্রতিশ্রুতি। বেসরকারী খাতের ব্যাপক উন্নয়ন ও প্রবৃদ্ধির লক্ষ্যে উচ্চতম সুযোগ নিশ্চিত করার পাশাপাশ শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন এবং অবকাঠামো খাতের উন্নয়নে সরকারের অংশগ্রহণ বাড়ানোর কথা রয়েছে অঙ্গীকারনামায়। রয়েছে ব্যাংকিং কমিশন প্রতিষ্ঠা, যুব কমিশন গঠন, প্রতিবন্ধী ব্যক্তি, নারীর ক্ষমতায়নের কথাও। বিকল্পধারার সভাপতি জানিয়েছেন, তারা ক্ষমতায় এলে সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করবেন, অবসর গ্রহণের বয়স ৬৫ বছরে উন্নীত করবেন। শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে বিকল্পধারার সভাপতি বলেন, গ্রাম ও শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈষম্য দূর করবেন তারা। বন্ধ করা হবে প্রশ্ন ফাঁস। ইশতেহার ঘোষণা শেষে বি. চৌধুরী বলেন, আমাদের কর্মসূচীর মূলভিত্তি দেশপ্রেম, দেশের প্রতিটি মানুষের জন্য প্রগাঢ় ভালবাসা, একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি এবং ন্যূনতম সময়ে বাংলাদেশকে অগ্রগামী দেশগুলোর সমপর্যায়ে নিয়ে আসা। বিকল্পধারা ও যুক্তফ্রন্টের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী জাফরউল্লাহ চৌধুরী। ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, মাহি বি. চৌধুরী, গোলাম সারওয়ার মিলন, এইচ এম রেজা ও যুক্তফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সরদার শামস আল মামুন। এবারের নির্বাচনে তিনটি আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে যুক্তফ্রন্ট। মহাজোটের প্রধান শরিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা হয়েছে। জোটের শরিক হিসেবে যুক্তফ্রন্টও শেষ সময়ে ইশতেহার ঘোষণা করেছে।
×