ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জা আব্বাসের পক্ষে টাকা বিলির সময় দুজন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ ডিসেম্বর ২০১৮

মির্জা আব্বাসের পক্ষে টাকা বিলির সময় দুজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহজাহানপুরে ভোটারদের কাছে টাকা ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শহীদুল ইসলাম ও মুহিত। এ সময় তাদের কাছে থেকে চার লাখ টাকা জব্দ করেছে পুলিশ। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কর্মী। সোমবার বেলা সোয়া দুটার দিকে রাজারবাগ এলাকার আল বারাকা হাসপাতালের সামনে প্রার্থীর পক্ষে টাকা বিলির সময় তাদেরকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের এডিসি আতিকুল ইসলাম বলেন, আমাদের কাছে বিদেশী টাকায় ভোট কেনাবেচার তথ্য ছিল। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য জেনে ওঁৎ পেতে থাকা ডিবি সদস্যরা সকালে তাদের আটক করে। এরা বারাকাহ মেডিক্যাল কলেজের সামনে টাকা বিতরণ করছিল। এ সময় গ্রেফতারকৃত শহীদ ও মুহিতের কাছে নগদ চার লাখ টাকা পাওয়া গেছে। এডিসি আতিকুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঢাকা-৮ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাসের কর্মী বলে স্বীকার করেছেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিবির মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার আতিক বলেন, আমাদের কাছে বিদেশী টাকায় ভোট কেনাবেচার তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহীদ পুলিশকে জানিয়েছে, মির্জা আব্বাসের বড় ভাই মির্জা খোকন তার বন্ধু। খোকন মালয়েশিয়া থেকে টাকা পাঠিয়েছেন ভোট কেনার জন্য। ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের ভাই খোকন এক সময় অবিভক্ত ঢাকা সিটি কর্র্পোরেশনের কাউন্সিলর ছিলেন। টাকা ছড়ানোর অভিযোগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তার স্ত্রী আফরোজা আব্বাসও পাশের আসনে ধানের শীষের প্রার্থী।
×