ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোসাইরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত: ০১:৪০, ২৪ ডিসেম্বর ২০১৮

গোসাইরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ সোমবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শরীয়তপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুসহ উভয় গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়েছে। মিয়া নুরুদ্দিন অপুকে একই উপজেলার কোদালপুর ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মিয়া নুরুদ্দিন অপু তারেক জিয়ার এপিএস ছিলেন। অন্যান্য আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ প্রার্থী নাহিম রাজ্জাকের পক্ষে একটি নির্বাচনি প্রচারণা চালিয়ে গোসাইহাট বাজারে পৌঁছলে একই সময় বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে বিএনপি দলীয় নেতাকর্মীরা লাঠিসোটা হাতে নিয়ে একটি জঙ্গি মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহত বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে কোদালপুর ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পুলিশ নিরাপত্তা দিতে গেলে স্থানীয় বিএনপি দলীয় নেতাকর্মীরা পুলিশের সাথে দুর্ব্যবহার করে। এখানে স্থানীয় সাংবাদিকদের উপরও চড়াও হয় এবং গালিগালাজ করে বিএনপি দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা বলেন, উভয় গ্রুপের সংঘর্ষে ২০/২৫ জন আহত হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
×