ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে পরকীয়ার কারণে মদন অধিকারী খুন, আটক ১

প্রকাশিত: ০১:৩৭, ২৪ ডিসেম্বর ২০১৮

যশোরে পরকীয়ার কারণে মদন অধিকারী খুন, আটক ১

স্টাফ রিপোর্টার, যশোর ॥ পরকীয়ার কারণে হত্যা করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লা গ্রামের মদন অধিকারীকে। হত্যার এ রহস্য উদঘাটন করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)। এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামিকেও গ্রেফতার করা হয়েছে। মদন অধিকারীকে গত ১৯ ডিসেম্বর যশোর সদর উপজেলার সাতমাইলে কুপিয়ে হত্যা করা হয়। পিআইবির অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের সুজন অধিকারীর সাথে মদন অধিকারীর স্ত্রী অঞ্জনা অধিকারীর পরকীয়া ছিল। সুজন চেয়েছিলেন মদনকে হত্যা করে অঞ্জনাকে বিয়ে করতে। সুজন গাজীপুরের একটি ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। পরিকল্পনা অনুযায়ী তিনি গাজীপুর থেকে ১৯ ডিসেম্বর যশোর আসেন এবং একটি দা ও ছুরি নিয়ে মদনকে তার সাথে দেখা করতে বলেন। মদন সরল মনে দা-ছুরি নিয়ে সাতমাইলে অপেক্ষা করতে থাকেন। ওই দিন রাতে সুজন যশোর থেকে সাতমাইলে গিয়ে মদনের সাথে মিলিত হন এবং দুজন গল্প করতে করতে রেল লাইন ধরে কিছুদূর গিয়ে মদনের কাছ থেকে দা-ছুরি নিয়ে কিছু বুঝে ওঠার আগেই মদনকে কুপিয়ে হত্যা করেন। তিনি এর পরপরই ফিরে যান গাজীপুরে। মদন সাতমাইল বাজারে সবজী আড়তে শ্রমিকের কাজ করতেন। তিনি ১৯ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে এসে আর ফিরে যাননি। পরের দিন সকালে সাতমাইল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ২১ ডিসেম্বর পিআইবি মামলার তদন্ত ভার হাতে নেয়। ২৩ ডিসেম্বর উদ্ধার করে হত্যা রহস্য। গাজীপুর থেকে গ্রেফতার করা হয় সুজন অধিকারীকে।
×