ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে জনসভামঞ্চে শেখ হাসিনা

প্রকাশিত: ১৯:২৩, ২৪ ডিসেম্বর ২০১৮

কেরানীগঞ্জে জনসভামঞ্চে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর কেরানীগঞ্জ হাসপাতাল মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। নেতাকর্মী ও সমর্থকে জনসভা ময়দান কানায় কানায় ভরে উঠেছে। আজ সোমবার বেলা ১১টার ৫৬ মিনিটে মঞ্চে আসন নেন সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে, সোমবার সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। যোগ দেন ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্যরাও। সকাল সাড়ে ১০টার মধ্যে জনসভা ময়দান মানুষে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। জানা গেছে, সংসদ নির্বাচনের আগে রাজধানীতে এটাই আওয়ামী লীগের শেষ জনসভা। তাই জনসভাকে জনসমুদ্রে রুপ দিতে ব্যাপক প্রস্ততি নেয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সংগঠনের ৭৫টি ওয়ার্ড থেকে মোট ৩৫ হাজার যুবক জনসভায় থাকবে বলে রবিবার জানান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। একই সঙ্গে নেতাকর্মীদের লাল-সবুজের গেঞ্জি ও ক্যাপ পরিধান করে জনসভায় হাজির হতে নির্দেশ দেন তিনি। আজ সোমবার জনসভাস্থলেও তাই লাল-সবুজের গেঞ্জি ও ক্যাপ করা যুবকদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।
×