ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে দণ্ডিত রয়টার্স সাংবাদিকদের আপিলের শুনানি আজ

প্রকাশিত: ১৯:১৩, ২৪ ডিসেম্বর ২০১৮

মিয়ানমারে দণ্ডিত রয়টার্স সাংবাদিকদের আপিলের শুনানি আজ

অনলাইন ডেস্ক ॥ রোহিঙ্গা গণহত্যার খবর সংগ্রহের কারণে মিয়ানমারে কারাদণ্ডের সাজা পাওয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক আপিলের শুনানি আজ সোমবার শুরু হতে পারে। কারাগারে এক বছরের বেশি সময় কাটানোর পর সোমবার তাদের শুনানি হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। কারাদণ্ড ভোগরত ওই দুই রয়টার্স সাংবাদিক ৫ নভেম্বর রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলে দাবি করা হয়, ঘটনাটি পুলিশের সাজানো এবং তাদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে আটক হন রয়টার্সের দুই সাংবাদিক ওয়াও লোনে এবং কিয়াও সোয়ে ও। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সাত বছর করে কারাদণ্ড ঘোষণা করে ইয়াঙ্গুনের একটি জেলা আদালত। আদালতে শুনানির সময়ে এক পুলিশ কর্মকর্তা তার দেওয়া সাক্ষ্যে বলেছিলেন,ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে কিছু নথি হাতে ধরিয়ে দিয়ে আটক করা হয়েছিল ওই সাংবাদিকদের। পরে বৈরি সাক্ষী ঘোষণা করে তাকেও কারাদণ্ড দেয় মিয়ানমার আদালত। রয়টার্স সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার সমালোচনা করে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সাজা ঘোষণা কয়েকদিনের মাথায় রয়টার্স সাংবাদিকদের কারাদণ্ডের পক্ষে সাফাই গান শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। কারাদণ্ড দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সু চি বলেন, ‘সাংবাদিক হওয়ার কারণে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়নি, গোপনীয়তা আইন ভঙ্গ করায় আদালত তাদেরকে কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়।’
×