ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরি’এ লীগে উড়ছে জুভেন্টাস

প্রকাশিত: ০৮:২৬, ২৪ ডিসেম্বর ২০১৮

 সিরি’এ লীগে উড়ছে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে জুভেন্টাস। শনিবারও জয় পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল এদিন ১-০ গোলে পরাজিত করে রোমাকে। এ্যালিয়ান্স স্টেডিয়ামে ক্রোয়াট স্ট্রাইকার মারিও মানজুকিচের একমাত্র গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নরা জয় নিয়ে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে শুরু থেকেই গোলের সম্ভাবনা তৈরি করেছিল জুভেন্টাস। ৮ এবং ১৮ মিনিটের মাথায় এ্যালেক্স সান্দ্রোর দুর্দান্ত দুটি শট ফিরিয়ে দিয়েছিলেন রোমার গোলরক্ষক। দিনটি ভাল ছিল না পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। ২২ মিনিটে তার দুর্দান্ত একটি বাইসাইকেল কিক গোলবারের অনেক বাইরে দিয়ে চলে যায়। এরপর অনেক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি এই সাবেক রিয়াল তারকা। অবশ্য ৩৫ মিনিটে গোলের আফসোস ঘুচিয়েছেন মানজুকিচ। দুর্দান্ত এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর ফলে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জুভেন্টাস। যদিওবা রোনাল্ডো আরও কয়েকটি সুযোগ পেয়েছিলেন গোল আদায়ের। তবে হেড, শট কিংবা কর্নার কোনটিই ফাঁকি দিতে পারেনি গোলরক্ষকের চোখ। অবশ্য ম্যাচে নাটকীয়তাও ছিল কিছুটা। পাউলো দিবালার পরিবর্তে নামা খেলোয়াড় ডগলাস কস্তা মূল সময়ের শেষ মিনিটে বল জালে জড়িয়েছিলেন। তবে ঠিক আগ মুহূর্তে বেøইজ মাতুইদি রোমার একজন খেলোয়াড়কে ফাউল করায় ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে গোল দেননি রেফারি। এর ফলে শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে জুভেন্টাস। মৌসুমের প্রথম ১৭ ম্যাচের ১৬টিতে জয় এবং একমাত্র ড্র করে ৪৯ পয়েন্ট পেয়ে সিরি’এ-এর শীর্ষ দল জুভেন্টাস। ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শক্তিশালী প্রতিপক্ষ নেপোলি। এদিকে আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর।
×