ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মান ও প্রতিদ্বন্দ্বীতা বেড়েছে স্বাধীনতা কাপ ফুটবলে

প্রকাশিত: ০৮:২২, ২৪ ডিসেম্বর ২০১৮

 মান ও প্রতিদ্বন্দ্বীতা বেড়েছে স্বাধীনতা কাপ ফুটবলে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলে মান ও প্রতিদ্ব›িদ্বতা বেড়েছে বলে মনে করেন সাবেক ফুটবলাররা। স্বাধীনতা কাপে প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। আবাহনী, মোহামেডান, শেখ জামালের মতো প্রতিষ্ঠিত শক্তিদের পেছনে ফেলে ফাইনালে শেখ রাসেল ও নবাগত বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লীগও জমজমাট ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বিশ্বাস বিশ্লেষকদের। ঘরোয়া ফুটবলে বলতে গেলে একচেটিয়া আধিপত্যই ঢাকা আবাহনীর। সবচেয়ে সফল দলও আকাশী-নীলরা। তবে স্বাধীনতা কাপে তারা সেমি থেকেই ছিটকে গেছে। আবাহনীকে ছাড়া ফাইনাল ক্লাব ফুটবলে প্রতিদ্ব›িদ্বতার আভাস মিলছে। পাঁচ বছর পর ফাইনালে শেখ রাসেল। তাদের প্রতিপক্ষ নবাগত বসুন্ধরা কিংস। এই লড়াইকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেকরা। অভিষেকে টানা দুই টুর্নামেন্টের ফাইনালিস্ট বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের শিরোপা হাতছাড়া হয়েছে। তবে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টে শ্রেষ্ঠত্বের হাতছানি তাদের সামনে। এই মৌসুমের প্রিমিয়ার লীগ (একাদশ আসর) হবে সাত ভেন্যুতে। ঐতিহ্য আর সামর্থ্যরে বিচারে এগিয়ে থাকবে আবাহনী-শেখ জামালের মতো প্রতিষ্ঠিত শক্তিরা। জমজমাট লীগের প্রত্যাশা সাবেক ফুটবলারদের। ২৬ ডিসেম্বর স্বাধীনতা কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়াচক্র।
×