ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতকে আইসিসির আল্টিমেটাম

প্রকাশিত: ০৮:১৯, ২৪ ডিসেম্বর ২০১৮

 ভারতকে আইসিসির আল্টিমেটাম

স্পোর্টস রিপোর্টার ॥ ক্ষতিপূরণের আশায় ভারতের বিপক্ষে আইসিসি’র কাছে মামলা করেছিল পাকিস্তান। ওই মামলায় ভারতের পক্ষে রায় দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তার দিন দু’য়েক পরই ভারতের কাছে ক্ষতিপূরণ চেয়ে বসেছে আইসিসি। শুধু ক্ষতিপূরণ চেয়েই ক্ষান্ত হয়নি তারা, আল্টিমেটাম দিয়ে রেখেছে নির্দিষ্ট সময়ের মধ্যে তা না পেলে ২০২৩ সালের বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়া হবে। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। কিন্তু তাতে বাগড়া দিয়ে বসে ভারত সরকার। জানিয়ে দেয় বিশ্বকাপ আয়োজনে ট্যাক্স দিতে হবে সরকারকে। পরে আইসিসির টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার টিভি ট্যাক্সের টাকা কেটে বাকি টাকা আইসিসিকে পরিশোধ করে। আইসিসি এখন সেই টাকা উদ্ধার করতে চাইছে ভারতীয় বোর্ড থেকে। টাকার পরিমাণও অবশ্য কম নয়, ২৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৬০ কোটি টাকা। সম্প্রতি আইসিসি বিসিসিআইকে নির্দেশ দিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় ২০২৩ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়া হবে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টাকা ফেরত না দিলে ২০২১ সালে ভারত থেকে সরিয়ে নেয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ সালে ভারতে হবে না ওয়ানডে বিশ্বকাপও। এদিকে চুপ করে বসে নেই ভারতীয় বোর্ডও। তারা জানিয়েছে, অক্টোবরে টাকা ফেরত দেয়ার বিষয়ে কোনরকম সম্মতি জানায়নি তারা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডটি উল্টো হুমকি দিয়ে বলেছে, অন্যায়ভাবে যদি ভারতের রেভিনিউ কেটে নেয়া হয় তাহলে আইনের সাহায্য নেবে তারা।
×