ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ভাল কিছু প্রত্যাশা করছেন নান্নু

প্রকাশিত: ০৮:১৯, ২৪ ডিসেম্বর ২০১৮

  বিশ্বকাপে ভাল কিছু প্রত্যাশা করছেন নান্নু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ ঠিকই জিতে নিয়েছে বাংলাদেশ। এক বছরেই দুইবার ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছে দল। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার দেশের মাটিতে জিতেছে। নতুন বছরের শুরুতে, ২০১৯ সালের ফেব্রæয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের আন্তর্জাতিক মিশন। সেই মিশনে ভাল করা গেলে মে মাসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে বিশ্বকাপে ভাল কিছুই করবে বাংলাদেশ। সেই আশাই করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ জয় দুর্দান্ত সাফল্য ছিল আমাদের জন্য। ঘরের মাঠেও আমরা ওদের ওয়ানডেতে হারিয়েছি। এই দুই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বিশ্বকাপে ভাল করব আমরা। ইনশাল্লাহ, বিশ্বকাপের আগে আমাদের দল ভাল অবস্থানে থাকবে।’ দেশের মাটিতে জিম্বাবুইয়েকে সিরিজ হারানোর পরই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুইয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছে। দলের পারফর্মেন্সে খুশি নান্নু। তিনি জানিয়েছেন, ‘সবকিছু মিলে দলের পারফর্মেন্স অবশ্যই সন্তোষজনক। আমাদের সন্তুষ্টির কারণ ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ভারসাম্য এসেছে। আগামী সিরিজে এবারের অভিজ্ঞতা কাজে লাগবে।’ সঙ্গে যোগ করেন, ‘টানা দুটি সিরিজ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। কয়েকজন তরুণ খেলোয়াড় ভাল পারফর্ম করেছে। টেস্টে যাদের ফর্ম খানিকটা পড়ে গিয়েছিল, তারা ফিরে পেয়েছে নিজেদের। তরুণ ও অভিজ্ঞদের উজ্জ্বল পারফর্মেন্স অবশ্যই এগিয়ে যেতে কাজে লাগবে।’ বাংলাদেশ দলের পরের মিশন নিউজিল্যান্ডে আগামী ফেব্রæয়ারি-মার্চে। নিউজিল্যান্ডের মাটিতে কখনও জিততে পারেনি টাইগাররা। ২০১৬-১৭ মৌসুমে সর্বশেষ সফরে তো টেস্ট, ওয়ানডে, টি২০ তিনটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল। তবে এবার ইতিবাচক ফলের আশা নান্নুর, ‘আমরা এখন নিউজিল্যান্ড সফরের দিকে তাকিয়ে আছি। সফরটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আগের সফরে বাজে অভিজ্ঞতা হয়েছিল আমাদের। তবে আমি মনে করি, ক্রিকেটাররা এখন অনেক পরিণত। অনেকদিন পর আমরা তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলব। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আশাকরি জিম্বাবুইয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে লাগাতে পারব।’ বিশ্বকাপ শুরু হবে ২০১৯ সালের ৩০ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, ওভালে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ জুন একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৮ জুন টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, ম্যাচটি হবে কার্ডিফে। ১১ জুন নিজেদের পরের ম্যাচে ব্রিস্টলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। ১৭ জুন টনটনে উইন্ডিজের বিপক্ষে খেলবে তামিম-সাকিবরা। ২০ জুন বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ, ম্যাচটি হবে নটিংহ্যামে। ২৪ জুন সাউদাম্পটনে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান। ২ জুলাই বার্মিংহ্যামে বাংলাদেশের মুখোমুখি হবে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত। আর ৫ জুলাই এশিয়ার পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে এশিয়া কাপের বর্তমান রানার্সআপ টাইগাররা। ১৪ জুলাই লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
×