ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

প্রকাশিত: ০৮:১৫, ২৪ ডিসেম্বর ২০১৮

 চুয়াডাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে  স্বামী-স্ত্রীসহ  নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৩ ডিসেম্বর ॥ জেলার জীবননগর উপজেলার মোল্লাবাড়ী নামক স্থানে যাত্রীবাহীবাস, সিএনজি এবং আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ও দর্শনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোবাইলে ফোনে কথা বলতে গেলে মিনিবাসের চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে বাসের যাত্রী নিলুফার ইয়াসমিন অভিযোগ করেছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, জীবননগর থেকে যাত্রীবাহী বাস কেজিএন পরিবহনের মিনিবাসটি চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে উপজেলার মোল্লাবাড়ী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি এবং ধান বোঝাই আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের ধাক্কায় সিএনজি ও আলমসাধু দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএজির যাত্রী স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হন। নিহতরা হচ্ছেন- জীবননগর উপজেলার উথলীর মালোপাড়ার জামাত আলীর মেয়ে শ্যামলী (২৮) ও তার স্বামী রবিউল ইসলাম (৩২), আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার জলিল মোল্লার ছেলে আব্দুল হালিম (৪৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার রমজেত আলীর ছেলে জাহাঙ্গীর (৩০)। আহতদের মধ্যে নিহত দম্পতির ছেলে তৌফিক (৬), পাখি বেগম (৭০), লিপি খাতুন (৩৫), আমির হামজা (৪০), আকিজ হোসেন (২৫), আলমসাধু চালক টিটু (৩০) ও রেজাউল হক (২৫)। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হবে বলে তিনি জানান।
×