ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরভবনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

প্রকাশিত: ০৮:১২, ২৪ ডিসেম্বর ২০১৮

 রাজশাহী নগরভবনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন সিটি কর্পোশেনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার দুপুরে এ কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখতে ও বঙ্গবন্ধু সম্পর্কে মানুষকে জানাতে নগরভবনে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হলো। এখানে যারা আসবেন তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরে বঙ্গবুন্ধুকে জানার আগ্রহ তাদের বেড়ে যাবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিষ্ঠানের মধ্যে এটিই প্রথম যাত্রা শুরু হলো। আগামীতে অন্যান্য প্রতিষ্ঠানেও হবে বলে আশা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এ সময় আরও বক্তব্য দেন সাবেক এমপি ও মন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মু্িক্তযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।
×