ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-৩ আসন

প্রার্থীরা শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন

প্রকাশিত: ০৮:১০, ২৪ ডিসেম্বর ২০১৮

 প্রার্থীরা শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত সময়  পার করছেন

সালাহ্উদ্দিন মিয়া, কেরানীগঞ্জ, ২৩ ডিসেম্বর ॥ প্রতীক বরাদ্দের পর থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে প্রার্থীদের প্রচার পূর্ণোদমে শুরু হয়েছে । এই মুহ‚র্তে সংসদ সদস্য প্রার্থী আর তাদের নেতাকর্মী, সমর্থকরা জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন । লিফলেট হাতে, মাইক বাজিয়ে প্রতিটি এলাকায় রাতদিন পথসভা, উঠান বৈঠক ও জনতার কথা নামক বিভিন্ন ধরনের কর্মসূচী করে চলেছেন তারা । এক সময়কার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রাজধানীর পাশের এলাকা কেরানীগঞ্জ। ১৯৭৩ সালের পর দি¦তীয়বারের মতো ২০০৮ সালে আওয়ামী লীগ আসনটি পুনরায় দখলে নেয় এবং এ পর্যন্ত তাদের দখলেই রয়েছে । ঢাকা-৩ আসনের সীমানা পুনঃবিন্যাসের কারণে কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন শুভাঢ্যা, আগানগর,জিনজিরা, তেঘরিয়া ও কোন্ডা নিয়ে গঠিত হয় ঢাকা-৩ আসন। ২০০৮ সালের আগে পুরো কেরানীগঞ্জ উপজেলা এই আসনের আওতায় ছিল। নির্বাচনী সীমানা পুনঃবিন্যাসের জন্য কেরানীগঞ্জ উপজেলার আরেকটি অংশ ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। প্রতিবারই এ আসনে নির্বাচন হতো হেভিওয়েট প্রার্থীর মাঝে। এবারও তার ব্যতিক্রম নয় । বর্তমান সরকারের বিদ্যুত ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গয়েশ্বর চন্দ্র রায় । চলছে পথসভা, মহড়া,কর্মী সমাবেশ আর পরস্পরের কাছে আহŸান। ভোটারদের ইজ্জত ও অধিকার রক্ষার্থে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা এবং জনগণের ভোট দেয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগিতার আহবান জানালেন বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। গয়েশ্বর চন্দ্র রায় জনকণ্ঠকে বলেন, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে ভোটের জন্য যুদ্ধ করছি। এক্ষেত্রে কোন ধরনের কমপ্রোমাইজ করা হবে না। আমরা ও আওয়ামী লীগ মিলে জনগণকে ভোট দেয়ার ব্যাপারে সাহায্য করব, ফল দেবে জনগণ । অপরদিকে সরকারদলীয় প্রার্থী নসরুল হামিদ বলেন, বিএনপি-জামায়াত জোটের সময় সন্ত্রাসের জনপদ ছিল কেরানীগঞ্জ । রাজনৈতিকভাবে সন্ত্রাসকে প্রশয় না দেয়াতে শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা চলে এসেছে এখানকার মানুষজনের মধ্যে। শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপত্তায় সকল প্রার্থী প্রচার কাজ চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তবে প্রার্থীরা যাই বলুক, ভোটাররা চাচ্ছে সুষ্ঠæ নির্বাচন। কেরানীগঞ্জ সরজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেল । বিশেষ করে একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তরুণ ভোটারদের মাঝে বেশ উৎফুল্ল ভাব বিস্তার করছে। তারা বলছে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, গণতন্ত্রে বিশ্বাস রেখে আমরা এমন প্রার্থীকেই নির্বাচন করব । দেশ উন্নয়নের পথে এগুচ্ছে আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থী নির্বাচনে আমরা কোন ধরনের ভুল করব না। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন জনকণ্ঠকে বলেন, নির্বাচনী সকল প্রকার কাজকর্ম শেষ হয়েছে । আইন-শৃঙ্খলাও নিয়ন্ত্রণে রয়েছে, আশা করছি ভোটাররা স্বতঃস্ফ‚র্তভাবে ভোট প্রয়োগ করতে পারবে । জাতীয় সংসদের ১৭৬ ঢাকা-৩ আসনে এবার ভোটারের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৪৭ । এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৬৩। নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৮৩। ২০০৮ সালে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিজয়ী হন । ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ নির্বাচিত হন ।
×