ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌকার বিরুদ্ধ প্রার্থীরা এখনও পিছিয়ে

প্রকাশিত: ০৮:০৯, ২৪ ডিসেম্বর ২০১৮

নৌকার বিরুদ্ধ প্রার্থীরা এখনও পিছিয়ে

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর ৪ ও জেলার ১২ মিলে মোট ১৬ আসনে নির্বাচনী মাঠ একেবারেই সরগরম। তবে সার্বিক তৎপরতায় আওয়ামী লীগ ও জোট প্রার্থীরা সবদিক দিয়ে এগিয়ে রয়েছেন। প্রচার প্রচারণা এদেরই বেশি। ফটিকছড়ি যে আসনটিতে আওয়ামী লীগের একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সর্বশেষ শুক্রবার তিনি জোট প্রার্থী অর্থাৎ তরিকত ফেডারেশন নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে সমর্থন দিয়েছেন। এর ফলে এ আসনে ভোটের সমীকরণে জোট প্রার্থী একধাপ এগিয়ে গেলেন। এদিকে চট্টগ্রাম মহানগরীর প্রধান আসন কোতোয়ালি (চট্টগ্রাম-৯) আসনে মহাজোট প্রার্থী নৌকার ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী তার প্রচার প্রচারণা প্রতিদিন বাড়িয়ে চলেছেন। শনিবার নগরীর আইনজীবীদের উদ্দেশে এক সমাবেশে তার বক্তব্য ছিল আইনের সুস্পষ্ট শাসন অনুযায়ী বঙ্গবন্ধুর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) নৌকার প্রার্থী ডাঃ আফসারুল আমীন তার সমর্থনে শনিবার উত্তর হালিশহর ওয়ার্ডে বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করেন। এ সময় তিনি উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসীন করতে নৌকা মার্কায় ভোট দানের আহŸান জানান। অপরদিকে, সাতকানিয়া পৌরসভা কার্যালয় মাঠে নৌকার প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিনের সমর্থনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অতীতের সকল গøানি ধুয়ে মুছে সাতকানিয়া-লোহাগাড়া আবাল বৃদ্ধ বনিতার মাঝে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের জন্য নৌকার প্রার্থীকে ভোট দেয়ার উদাত্ত আহŸান জানান। এদিকে, নৌকা প্রতীকের প্রধান প্রতিদ্ব›দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থীরাও প্রচার প্রচারণায় দিন এগিয়ে নিচ্ছেন। কোতোয়ালি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন কারাগারে থাকলেও তার নেতাকর্মী ও সমর্থকরা মাঠে রয়েছেন। প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনুরূপভাবে পাঁচলাইশ-বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, ডবলমুরিং-হালিশহর আসনে ধানের শীষের প্রার্থী আবদুল্লাহ আল নোমান, বন্দর-পতেঙ্গা আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, তার বিপরীতে শক্ত প্রার্থী রয়েছে নৌকার এমএ লতিফ। মীরসরাইতে নুরুল আমিন, স›দ্বীপে নৌকার মাহফুজুর রহমান মিতা ও ধানের শীষের মোস্তফা কামাল পাশা, সীতাকুÐে নৌকার দিদারুল আলম ও ধানের শীষের এসহাক কাদের চৌধুরী, হাটহাজারীতে লাঙ্গলের আনিসুল ইসলাম মাহমুদ ও ধানের শীষের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনীয়ায় নৌকার ফজলে করিম চৌধুরী ও ধানের শীষের জসিম উদ্দিন সিকদার, রাঙ্গুনীয়ায় নৌকার হাছান মাহমুদ ও ধানের শীষে নুরুল আলম, পটিয়ায় নৌকার শামসুল হক চৌধুরী ও ধানের শীষের এনামুল হক, আনোয়ারায় নৌকার সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও ধানের শীষের সারোয়ার জামাল নিজাম ও চন্দনাইশে নৌকার নজরুল ইসলাম চৌধুরী ও এলডিপির ছাতা মার্কায় অলি আহমদ এবং বাঁশখালীতে নৌকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, ধানের শীষের জাফরুল ইসলাম চৌধুরী ও লাঙ্গলের মাহমুদুল ইসলাম চৌধুরী মূলত প্রতিদ্ব›িদ্বতার শীর্ষে যে থাকবেন তাতে কোন সন্দেহ নেই। মাঠ পর্যায়ের খবর অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থীদের সমর্থনে প্রচার প্রচারণা অন্যান প্রার্থীদের চেয়ে বহুগুণে বেশি। এদিকে, দেশজুড়ে ইভিএম পদ্ধতিতে যে ৬টি আসনে ভোট হবে তন্মধ্যে চট্টগ্রামের কোতোয়ালি আসনটি অন্যতম। এ আসনে ভোটের আগে সকল ভোটারকে স্মাটকার্ড দেয়ার জন্য প্রস্তুতি চলছে। ইসির নির্দেশে জেলা নির্বাচন অফিস এ সিদ্ধান্ত নিয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে। এর পাশাপাশি প্রার্থীদের পোলিং এজেন্ট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভোট কেন্দ্রের ইনচার্জদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবারে বুথ সংখা হচ্ছে ১০ হাজার ৮৮৬। প্রতিটি বুথে একজন পোলিং এজেন্ট থাকবে বলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনির হোসাইন খান জানিয়েছেন। এদিকে বাঁশখালীতে জাতীয় পার্টি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী অভিযোগ করেছেন, শুক্রবার তার পথসভায় হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩০ থেকে ৪০ জন তার দলীয় নেতাকর্মীকে আটক করে উল্টো মামলা দিয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাহমুদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় তার বাড়িকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে। এ জন্য তিনি সরকার দলীয় সমর্থকদের দায়ী করেছেন।
×