ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জীবনবাজি রেখে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৮:০৭, ২৪ ডিসেম্বর ২০১৮

 জীবনবাজি রেখে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে  হবে ॥ চসিক  মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাঙালি জাতিসত্ত্বা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াই-সংগ্রামে জীবনবাজি রেখে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগ জাতিকে সঠিক মুক্তির পথে সন্ধান দিয়েছে। এ পথ যদি আমরা হারিয়ে ফেলি বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে। রবিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইয়াং ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত মহানগরীর এলাকার চারটি আসনের নৌকা প্রতীকের প্রার্থীদের সমর্থনে আয়োজিত উদ্দীপনামূলক নির্বাচনী প্রচার ও তরুণ ব্যবসায়ী প্রযুক্তিবিদদের প্রণোদনা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই চার আসনে মহাজোট প্রার্থী হিসাবে প্রতিদ্বদ্বীতা করছেন চট্টগ্রাম-৮ আসনে মঈনউদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনে ডা. আফসারুল আমিন এবং চট্টগ্রাম-১১ আসনে এমএ লতিফ। মেয়র বলেন, মহানগরীর সংসদীয় আসনগুলোতে নৌকা প্রতীকের সকল প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে। চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষাধিক কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন। এ চট্টগ্রাম শুধু ঢাকাকেন্দ্রিক নয়, চট্টগ্রাম জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বলেন- প্রকৌশলগত দিক থেকে বাংলাদেশ তৃতীয় বিশ্বে একটি উন্নয়নের মডেল। আমরা প্রকৌশলীরা নতুন বাংলাদেশ বির্নিমাণে নিবেদিত আছি। নৌকার বিজয় হলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ, শ্রমিক নেতা আবুল হেসেন আবু, প্রকৌশলী অভিজিত কুমার দে, প্রবীর কুমার বড়ুয়া, প্রকৌশলী তানভিরুল ইসলাম, প্রকেশৗশলী পুষ্পেন দেওয়ান, প্রকৌশলী প্রসেনজিত বড়ুয়া, প্রকৌশলী অমিত চক্রবর্তী, প্রকৌশলী সঞ্জয় কুমার টিংকু, প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।
×