ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালুকায় লাউতি সেতুতে ভাঙ্গন

প্রকাশিত: ০৮:০৪, ২৪ ডিসেম্বর ২০১৮

  ভালুকায় লাউতি সেতুতে ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৩ ডিসেম্বর ॥ ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকার সিডস্টোর হতে সখিপুর সড়কের লাউতি খালের ওপর লাউতি সেতুর মাঝখানের অংশ ভেঙ্গে ঢালাইশূন্য হয়ে রড বেরিয়ে গেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের আওতাধীন ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। জানা গেছে, উপজেলার লাউতি খালের ওপরের ওই সেতুটি ১৯৮২ সালে নির্মিত হয়। কয়েক বছরে এই সেতুটির দুই দিকে সিডস্টোর-সখিপুর সড়কের আশপাশে গড়ে উঠছে কিছু শিল্প কারখানা। সেতুটির ওপর দিয়ে অহরহই যাতায়ত করে ভারি ওজনের মালবাহী যানবাহন। ফলে সেতুটির মাঝখানের কিছু অংশ থেকে ঢালাই খসে রড বের হয়ে আসে এবং সেতুটিতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ওই সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ‘স্টিল ব্রিজ’র পাত বসিয়ে এর ওপর দিয়ে হালকা যান ও পথচারীদের চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
×