ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে ৪ দশকে ৭০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত

প্রকাশিত: ০৮:০০, ২৪ ডিসেম্বর ২০১৮

  চীনে ৪ দশকে ৭০ কোটি  মানুষ দারিদ্র্যমুক্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে গ্রহণ করা পদক্ষেপে ৪ দশকে চীনের ৭০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ৪০তম ‘পুনর্গঠন ও শুরু’ দিবসে এ তথ্য জানানো হয়। প্রথম পুনর্গঠন কার্যক্রম শুরু হয় ১৯৭৮ সালে, যা চলে ১৯৮৯ সাল পর্যন্ত। এ সময় কৃষি ও ব্যক্তিমালিকানধানী খাতের পুনর্গঠন হয়। যা এখনো চলছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে কমতে পারে চীনের প্রবৃদ্ধি। এ সময়টায় আর্থিক খাতে ঝুঁকি মোকাবেলা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও দারিদ্র্য দূরীকরণই হবে বড় চ্যালেঞ্জ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
×