ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ চেম্বারের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ ডিসেম্বর ২০১৮

 বাংলাদেশ চেম্বারের বার্ষিক সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ শনিবার সকালে বিসিআই বোর্ডরুমে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সভায় উপস্থিত সদস্যবৃন্দ তাদের ভ্যাট, ট্যাক্স এবং আমদানি-রফতানি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করেন এবং বিসিআই সভাপতি তাদের সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিসিআই সভাপতি বলেন, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্পচেম্বার সেহেতু স্থানীয় সকল শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে আমাদের সবাইকে প্রয়োজনীয় ভ‍ূমিকা পালনের চেষ্টা করতে হবে। তিনি বলেন, শিল্পাদ্যোক্তাগণ আমদানি-রফতানির ক্ষেত্রে দুর্ভোগ পোহাচ্ছে। শিল্পে মেশিনারিজ বা মূলধনী যন্ত্রের আমদানি কমেছে। ব্যাংক খাতে অস্থিরতা বিদ্যমান আছে। এ পরিস্থিতির মূলে রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা। তিনি সরকারী ও বেসরকারী উভয় খাতের সংশ্লিষ্ট সবাইকে শিল্পের স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ জানান। সভায় বিসিআইয়ের উর্ধতন সহ-সভাপতি রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী (পারভেজ) প্রমুখ উপস্থিত ছিলেন।
×