ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী অলক তরফদারের নতুন চার গান

প্রকাশিত: ০৭:৪৯, ২৪ ডিসেম্বর ২০১৮

শিল্পী অলক তরফদারের নতুন চার গান

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী অলক তরফদার। সম্প্রতি তার গাওয়া চারটি গান রেকর্ড সম্পন্ন হয়েছে। তার গাওয়া গান চারটি হলো যথাক্রমে ‘বাই সাইকেল’, ‘বৌ-শাশুড়ি’, ‘ঠাকুর অনুকূল’, ‘শোন ঐ আযানের সুর’ প্রভৃতি। চারটি গান লেখা ও সুর তার নিজের। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন তার সঙ্গীত শিক্ষক, প্রখ্যাত সুরকার, গীতিকার, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক অর্জুন বিশ্বাস। এর আগে ‘মেয়েদের মন’ এবং ‘স্বরসতি মা’ নামে আরও দুটি গান রেকর্ড হয় তার। এ নিয়ে অলকের মোট ৬টি গান রেকর্ড হলো। সবগুলো গানের কথা ও সুর তার নিজের। গানের কম্পোজিশন করেছেন অর্জুন বিশ্বাস। এর পাশাপাশি আরও কয়েকটি গান রেকর্ড করবেন অলক। অচিরেই তার গাওয়া গানের একক এ্যালবাম রিলিজ হবে বলে জানান তিনি। কণ্ঠশিল্পী অলকের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যতীন্দ্র নগর গ্রামে। গানে হাতে খড়ি তার কাকা কণ্ঠশিল্পী রঘুনাথ তরফদারের হাতে। তার বাবা জয়পতিও সুরকার ও গীতিকার ছিলেন। অলকের উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু হয় তার গানের গুরু প্রতাপ সরকারের কাছে থেকে। বর্তমানে অলক উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন প্রখ্যাত সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী সঙ্গীত পরিচালক অর্জুন বিশ্বাসের কাছে। সঙ্গীত চর্চার পাশাপাশি অভিনয়ও করেন অলক। তিনি বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের একজন সদস্য, তার মিডিয়া জগতের গুরু শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্য পরিচালক জিএম সৈকত। তার একান্ত অনুপ্রেরণায় জাতীয় পর্যায় কাজ করার স্বপ্ন দেখেন তিনি। এ স্বপ্ন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
×