ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের দ্বিতীয় চলচ্চিত্র ‘অর্পিতা’

প্রকাশিত: ০৭:৪৭, ২৪ ডিসেম্বর ২০১৮

 জয়ের দ্বিতীয় চলচ্চিত্র ‘অর্পিতা’

সংস্কৃতি ডেস্ক ॥ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অর্পিতা’। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় এটি দ্বিতীয় চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘প্রার্থনা’ পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় শাহরিয়ার নাজিম জয়ের অভিষেক হয়। পরিচালনার পাশাপাশি ‘অর্পিতা’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনাও করেছেন শাহরিয়ার নাজিম জয়। তারকাবহুল এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র ‘অর্পিতা’র চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছন্দার চলচ্চিত্রে অভিষেক হলো। ‘অপিতা’ চলচ্চিত্রের গল্প ঢাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা ও পুজাকে কেন্দ্র করে। চলচ্চিত্রে ফুটে উঠেছে এ দু’নারীর জীবন কাহিনী। এতে পুজার চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। চলচ্চিত্রটি চলছে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ও টাঙ্গাইলের কেয়া সিনেমা হলে। গত ২১ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়।
×