ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কথোপকথন

সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নাটক লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি ॥ সানিয়াত কবির বাবু

প্রকাশিত: ০৭:৪৬, ২৪ ডিসেম্বর ২০১৮

সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নাটক লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি ॥ সানিয়াত কবির বাবু

শেখ সানিয়াত কবির বাবু। এই সময়ের অন্যতম সেরা নাট্যকার। রাচিত অসংখ্য খন্ড ও ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়েছে। সম্প্রতি আরটিভিতে প্রচার হওয়া ‘ব্যানার’ নাটকটি নিয়ে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। মেধাবী এই নাট্যকারের সাম্প্রতিক ব্যস্ততা এবং মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। মিডিয়ায় আপনার পথচলার শুরুটা কিভাবে হয়েছিল? সানিয়াত কবির বাবু : লেখালেখির অভ্যাসটা ছেলেবেলা থেকেই ছিল। ঢাকায় আসার পর সেই অভ্যাসটি দৈনিক রুটিন হিসেবে পরিগণিত হয়। বিশেষ করে আমি বলব মালিবাগ চৌধুরীপাড়ায় অভিনেতা কিনা রহমানের বাসায় অবস্থানকালে নাট্যকার রিজওয়ান খানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। উনাকে দেখেই আমার নাটক লেখার ইচ্ছে জাগে পরে অভিনেতা বৈদ্যনাথ সাহা ও অভিনেত্রী শেলী আহসানের অনুপ্রেরণায় নাটক রচনায় নিয়মিত হই এবং এ পর্যন্ত এসেছি। এ পর্যন্ত কতগুলো নাটক রচনা করেছেন? সানিয়াত কবির বাবু : অসীম গোমেজের পরিচালনায় ‘নিঃসঙ্গতা’, ‘ক্ষোভ’, ‘এসিড’, ‘চোরাবালি’, ‘আংটি’, ‘সততা’সহ ১৩/১৪টি নাটক এনটিভিতে প্রচার হয়েছে। এছাড়া জিপি সাধনের পরিচালনায় ‘প্রেম নয় ভালবাসা’ টেলিফিল্মটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে চ্যানেল আইয়ে, আশরাফ উল ইসলামের পরিচালনায় একঘণ্টার ‘ক্রাইম পেট্রোল’ নাটক এটিএন বাংলায় প্রায় ৬০ পর্ব প্রচার হয়েছে। আশীষ মুখার্জীর পরিচালনায় আরও ৪-৫টি ছোট নাটক বিটিভিতে প্রচার হয়েছে। বিজয় দিবসের বিশেষ নাটক ‘ব্যানার’ জিপি সাধনের পরিচালনায় আরটিভি গত ১৩ ডিসেম্বর প্রচার হয়। ‘প্যাঁচের হাট’ ও ঈদের ৬ পর্বের ‘পিয়ারী বেগমের প্রেম কাহিনী’ নির্মাণের অপেক্ষায়। নাটক রচনার ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দেন? সানিয়াত কবির বাবু : সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নাটক লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার লেখা নাটকে আমি বর্তমান সময়কে ধারণ করার চেষ্টা করি। আপনার রচিত ও প্রযোজিত ‘ব্যানার’ নাটকটি সম্প্রতি আলোচনায় এসেছে, আপনার অনুভ‚তি কী? সানিয়াত কবির বাবু : আপনি ঠিকই বলেছেন। এখন চলছে বিজয়ের মাস। তাই এই বিজয়ের মাসকে উপজীব্য করে লেখা এবং এই মাসেই নাটকটি প্রচার হওয়ার পর অনেকেই যেমন প্রসংশা করেছে তেমনি ছোট ছোট ভুলও ধরিয়ে দিয়েছে। আমি স্বীকার করি সময় অভাবের কারণে নাটকটিতে ত্রæটি রয়ে গেছে আগামীতে আরও সতর্ক থাকব। ‘ব্যানার’ নাটকে শিবুদা ও শৈলানী চরিত্র নিয়ে আপনার মূল্যায়ন কী? সানিয়াত কবির বাবু : ‘ব্যানার’ নাটকে শিবুদা চরিত্রে মামুন দাদু ও (মামুনুর রশীদ) শৈলানী চরিত্রে শেলী আহসানকে ভেবেই চরিত্র দুটো লেখা। বিশেষ করে অভিনেত্রী শেলী আহসানকে শৈলানী চরিত্রে অনেকেই নির্বাচিত করতে চায়নি। যার কারণে প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছে। আমি যে ভুল করিনি সেটা শেলী আহসান তার অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন। দর্শকরাও এই চরিত্র দুটিকে বেশ পছন্দ করেছেন এবং সেটা অবশ্যই তাদের অভিনয়শৈলীর কারণে। বাংলাদেশের টিভি নাটকের দর্শক কমছে আপনার মন্তব্য কী? সানিয়াত কবির বাবু : আমি মনে করি যে কোন বিষয়ের ক্ষেত্রে কোয়ালিটিটাই আসল। সাম্প্রতিক সময়ে মানসম্পন্ন নাটক নির্মাণ না হওয়াই দর্শক বিমুখতার অন্যতম মূল কারণ। এছাড়া বিজ্ঞাপনের বাড়তি ঝামেলা তো রয়েছেই। ভবিষ্যতে পরিচালনায় আসার কোন চিন্তাভাবনা আছে কী? সানিয়াত কবির বাবু : না। আমি মনে করি নাটক পরিচালনা একটি কঠিন গুরুদ্বায়িত্ব। যে দ্বায়িত্ব ঘাড়ে নেয়ার মতো সাহস ও অভিজ্ঞতা আমার এখনও হয়নি। মিডিয়াকর্মীদের উদ্দেশে আপনার বক্তব্য কী? সানিয়াত কবির বাবু : আমাদের মিডিয়াকর্মীদের মধ্যে অনেকেই অত্যন্ত সৎ, আন্তরিক ও পরিশ্রমী। কিন্তু তাদের বেশিরভাগই সঠিকভাবে মূল্যায়িত হয় না। আমি অনুরোধ করব সেলিব্রেটি শিল্পীদের পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকটাও যেন বুঝিয়ে দেয়া হয়। আমি মনে করি সংস্কৃতি অঙ্গনটি এতো বিশাল এ অঙ্গন নিয়ে ভাবা আমার মতো চুনোপুঁটির কাজ না। তবে যারা ভাবলে কাজ হবে তাদের কাছে অনুরোধ আপনারা আমিত্বটা বাদ দিয়ে সবাইকে নিয়ে ভাবুন যাতে আমরা সুন্দর সুষ্ঠু একটি সাংস্কৃতিক অঙ্গনে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সংস্কৃতি অঙ্গনে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী? সানিয়াত কবির বাবু : আপাতত নাটক রচনা ও প্রযোজনার সঙ্গে থাকতে চাই। আমি চাই আমাদের দেশে সুন্দর একটি সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে উঠুক। মিডিয়াকর্মীরা একটি পরিবার হিসেবে সুন্দর ও সুগঠিত হয়ে নিজেদের দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে কাজ করুক। সেই কামনা করি। এ বিষয়ে সংশ্লিষ্টদের সব সময় সঙ্গে থাকতে চাই। -সাজু আহমেদ
×