ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আফগানিস্তানের নিরাপত্তায় প্রভাব পড়বে না’

প্রকাশিত: ০৭:৪২, ২৪ ডিসেম্বর ২০১৮

 ‘আফগানিস্তানের নিরাপত্তায় প্রভাব পড়বে না’

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে যুদ্ধবিধ্বস্ত দেশটির নিরাপত্তায় কোন প্রভাব পড়বে না। প্রেসিডেন্ট আশরাফ গনির এক মুখপাত্র শুক্রবার একথা বলেছেন। সৈন্য প্রত্যাহার বিষয়ে কাবুলে কর্মকর্তারা বিচলিত হয়ে পড়েছেন এমন সংবাদের জবাবে এটি সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। প্রেসিডেন্টের মুখপাত্র হারুন চাখানসুরি সামাজিক মিডিয়ায় বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হলে এর নিরাপত্তায় কোন প্রভাব পড়বে না। কারণ, গত সাড়ে চার বছর ধরে আফগানিস্তান পুরো নিয়ন্ত্রণে রয়েছে। খবর এএফপির। এদিকে আফগানিস্তানের তিনটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ তালেবান জঙ্গী নিহত হয়েছে। শনিবার কর্তৃপক্ষ একথা জানায়। প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের সরারোড জেলায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় তালেবান জঙ্গী নিহত হয়। এতে আরও বলা হয়, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রকেট চালিত একটি গ্রেনেড ও পাঁচটি বন্দুক উদ্ধার করে। সেখানে এ অভিযানে কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের শিরিন তাগেব জেলায় আফগান সেনাবাহিনীর গোলাবর্ষণে মোট ১৩ জঙ্গী নিহত ও সাতজন আহত হয়েছে।
×