ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসমে বিপুল পরিমাণ আরডিএক্সসহ উলফা জঙ্গী আটক

প্রকাশিত: ০৭:৪২, ২৪ ডিসেম্বর ২০১৮

 অসমে বিপুল পরিমাণ আরডিএক্সসহ উলফা জঙ্গী আটক

ভারতের অসম রাজ্যের নবনির্মিত একটি সেতু আরডিএক্স দিয়ে উড়িয়ে দেয়ার জন্য উলফার ছক বানচাল করে দিয়েছে সেনাবাহিনী ও স্পেশাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সদস্যরা। সেনা ও সিআরপিএফের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ এক উলফা জঙ্গীকে আটক করা হয়েছে। জি নিউজ। উত্তর-পূর্বাঞ্চলীয় নাগাল্যান্ড ও অরুণচল প্রদেশের সীমান্তবর্তী চড়াইদেও এলাকায় সেনা, সিআরপিএফ ও অসম পুলিসের যৌথ অভিযানে আটক হয় ওই জঙ্গী। সেখানে নবনির্মিত বর্গিবিল সেতুটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল উলফার। আটক জঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে উলফার বহু পরিল্পনার কথা উঠে এসেছে বলে অসম পুলিস সূত্রে জানা গেছে। আরও কয়েক জঙ্গী ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী। গেয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। খবর ছিল, ওই এলাকায় বেশ কয়েকজন উলফা জঙ্গী লুকিয়ে রয়েছে। তল্লাশি অভিযানেই ধরা পড়ে ওই জঙ্গী। আটক জঙ্গীর কাছ থেকে পাওয়া গেছে প্রায় এক কেজি আরডিএক্স।
×