ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঞ্চনাই বাংলাদেশ সৃষ্টির কারণ ॥ ইমরান খান

প্রকাশিত: ০৭:৪০, ২৪ ডিসেম্বর ২০১৮

 বঞ্চনাই বাংলাদেশ সৃষ্টির কারণ ॥ ইমরান খান

জনকণ্ঠ ডেস্ক ॥ সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করলে যে অসন্তোষ দানা বাঁধতে পারে, তা বোঝাতে গিয়ে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের উদাহরণ টেনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহকে নিয়ে বিতর্কের মধ্যে গত শনিবার লাহোরে এক অনুষ্ঠানে সাবেক এই ক্রিকেট তারকা বলেন, দুর্বলের প্রতি ন্যায়বিচার করা না হলে তা তাদের বিদ্রোহের দিকে নিয়ে যায়। এ পর্যায়ে বাংলাদেশের জন্মের উদাহরণ টেনে তিনি বলেন, ‘পূর্ব পাকিস্তানের জনগণকে তাদের অধিকার দেয়া হয়নি, এটাই বাংলাদেশ সৃষ্টির পেছনে প্রধান কারণ।’ পাঞ্জাব সরকারের ১০০ দিনের সাফল্য তুলে ধরতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে ভারতের এনডিটিভি জানিয়েছে। দ্বি-জাতি তত্তে¡র ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ভাগের পর পাকিস্তানের অংশে পড়া বর্তমান বাংলাদেশ শোষণ-বঞ্চনার শিকার হচ্ছিল ধারাবাহিকভাবে। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ তখন পূর্ব পাকিস্তানের (আজকের বাংলাদেশ) বাসিন্দা। কিন্তু প্রথম বাজেটে উন্নয়ন খাতের ২৮ হাজার টাকার মধ্যে পূর্ব পাকিস্তানকে দেয়া হয়েছিল মাত্র ৫ হাজার টাকা। পরের দুই যুগে রাজনীতি, অর্থনীতি, সামাজিক- প্রতিটি ক্ষেত্রে এ জনপদের সংখ্যাগরিষ্ঠ মানুষকে নানাভাবে অধিকারবঞ্চিত করেছে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। এমনকি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যও বাঙালীকে রক্ত দিতে হয়েছে। সেই অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বায়ত্তশাসনের আন্দোলনের পর বাঙালী যখন স্বাধীনতার বিকল্প দেখছিল না, তখন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালীর ওপর।
×