ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা একাডেমির নতুন ডিজির শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ০৭:৩৯, ২৪ ডিসেম্বর ২০১৮

 বাংলা একাডেমির  নতুন ডিজির  শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার সকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এ সময় তাকে স্বাগত জানান একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনসহ একাডেমির পরিচালক ও উপপরিচালকরা। শুভেচ্ছা বিনিময়কালে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা একাডেমি আমাদের গর্বের প্রতিষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা এবং বিকাশে এই প্রতিষ্ঠান নিরন্তর কাজ করে চলেছে। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলা একাডেমির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে এগিয়ে নেয়ার চেষ্টা করব। এরপর হাবীবুল্লাহ সিরাজী কেন্দ্রীয় শহীদ মিনার, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
×