ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়েটে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৭:৩৬, ২৪ ডিসেম্বর ২০১৮

  কুয়েটে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ২৩ ডিসেম্বর শুরু হয়েছে। কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ মেকানিক্যাল খাতের গবেষক ও টেকনিক্যাল এক্সপার্টদের ধারণা, উদ্ভাবন এবং সমাধান কৌশল ছড়িয়ে দেয়া ও একটি কার্যকরী প্লাটফর্ম তৈরির উদ্দেশে ৫ম আইসিএমআইইই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারের সভাপতিত্বে কুয়েটের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×