ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘শেখ মুজিব দিয়েছিলেন স্বাধীনতা, তাঁর কন্যা দিয়েছেন বিশ্ব পরিচিতি’

প্রকাশিত: ০৭:৩৩, ২৪ ডিসেম্বর ২০১৮

‘শেখ মুজিব দিয়েছিলেন স্বাধীনতা, তাঁর কন্যা দিয়েছেন বিশ্ব পরিচিতি’

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার পর ৩৭ বছরে যে উন্নয়ন হয়েছে তার মধ্যে গত দশ বছরেই পূর্বের সমান উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। এর প্রধান কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটানা দুইবার ক্ষমতায় থাকা ও দেশকে এগিয়ে নিতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা। শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার মধ্য দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। তেমনি শেখ হাসিনা বাংলাদেশের অভ‚তপূর্ব উন্নয়ন সাধিত করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছেন। শেখ মুজিব আমাদের দিয়েছিলেন স্বাধীনতা আর তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন বাংলাদেশকে বিশ্ব স্বীকৃতি ও বিশ্ব পরিচিতি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্বাধীনতাবিরোধী শক্তিকে পরাজিত করতে আগামী ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সচেতন নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান। শনিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মান্নান এসব কথা বলেন। ‘শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : বর্তমান প্রেক্ষিতে করণীয় ও বিজয় ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের অভ‚তপূর্ব উন্নতি সাধিত হয়েছে। এর প্রমাণ হচ্ছে এখন বিশ্বের ৪৪টি দেশে কোন প্রকার ভিসা ছাড়াই বাংলাদেশী নাগরিকগণ ভ্রমণ করতে পারেন। খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত। বিদ্যুতের চাহিদা পরিপূর্ণ করে বিদ্যুত উৎপাদনে রেকর্ড গড়েছে। নিজের উদাহরণ দিয়ে ড. মান্নান বলেন, স্বাধীনতার পর আমি নিজে রিলিফের কাপড়ের জন্য লাইন দিয়েছি। কাপড় পেতাম না। আমার বাবাও রেশনের কৌটার দুধের জন্য লাইন ধরেও দুধ পেতেন না। বলা হতো শেষ হয়ে গেছে। কিন্তু যে বাংলাদেশীরা একসময় রিলিফের জন্য লাইন ধরে থাকত, সেই বাংলাদেশীরা এখন বিভিন্ন দেশকে রিলিফ দেয়। এই হচ্ছে শেখ হাসিনার আমলে করা উন্নতি। বিশ্ব তাকিয়ে দেখে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন। এখন বিশ্বের উন্নত দেশসমূহ আমাদেরকে বলে যে তোমরা তো সিঙ্গাপুরের ন্যায় উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছ। কিভাবে তা করছ। মূলত এর প্রধান কারণ শেখ হাসিনা। যার রয়েছে দেশপ্রেম। যে কোন ব্যক্তির দেশপ্রেম থাকলে তবেই এত উন্নতি করা সম্ভব। বিএনপি তথা খালেদা জিয়ার আমলের উদাহরণ দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের সবচেয়ে অবহেলিত এলাকা ছিল যা আজ বিদ্যুত, রাস্তা ও হাসপাতাল দিয়ে উন্নত এলাকায় পরিণত হয়েছে।
×