ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৭ জানুয়ারি গাইবান্ধা-৩ আসনে নির্বাচন

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৮

   ২৭ জানুয়ারি গাইবান্ধা-৩ আসনে নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির (কাজী জাফর) ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে স্থগিত ঘোষণা করা গাইবান্ধা-৩ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। রবিবার নির্বাচন কমিশন সভায় এই আসনের জন্য পুনর্তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গাইবান্ধা-৩ আসনের নির্বাচনের জন্য ২ জানুয়ারি মনোনয়ন জমার শেষ তারিখ এবং ভোট গ্রহণ ২৭ জানুয়ারি। গত ২০ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রায় ৩৮৩ কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছে ইসি। ১৬ দেশের ১৮৭ পর্যবেক্ষকের ইসিতে আবেদন ॥ এদিকে কমিশন সূত্রে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক। এর মধ্যে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষকের মধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশী থাকবেন ৮১ জন। জানা গেছে এসব পর্যবেক্ষকদের মধ্যে আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক -এনফ্রেল এর ৩২ জন বিদেশী পর্যবেক্ষক থাকবেন। ফ্রান্সের চারজন পর্যবেক্ষকের মধ্যে ২ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। জাপানের ৯ জন পর্যবেক্ষকের মধ্যে ৪ জন বিদেশী ও ৫ জন বাংলাদেশী। স্পেনের ১ জন বিদেশী পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের ৩ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। নরওয়ের ২ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশী ও ১ জন বাংলাদেশী। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্ররাল সিস্টেমস এর (আইএফইএস) ৪ জন পর্যবেক্ষক থাকবেন যার মধ্যে ১ জন বিদেশী ও ৩ জন বাংলাদেশী। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন যার মধ্যে ২ জন বিদেশী ও ২২ জন বাংলাদেশী। ডিপেন্ডা কেনডেল ইনিশিয়েটিভ এর ৩ জন বিদেশী পর্যবেক্ষক থাকবে। যুক্তরাষ্ট্রের থাকবেন ৬৫ জন পর্যবেক্ষক, এর মধ্যে ৩২ জন বিদেশী ও ৩৩ জন বাংলাদেশী। জার্মানির ৮ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ৬ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। নেদারল্যান্ডস এর ৪ জন বিদেশী পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবেন ২ জন বিদেশী পর্যবেক্ষক। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ৪ জন পর্যবেক্ষক থাকবেন যার মধ্যে ২ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। সুইজারল্যান্ডের ৬ জন পর্যবেক্ষক থাকবেন যার মধ্যে ২ জন বিদেশী ও ৪ জন বাংলাদেশী। এশিয়ান ফাউন্ডেশনের ৭ জন পর্যবেক্ষক থাকবেন যার মধ্যে ২ জন বিদেশী ও ৫ জন বাংলাদেশী।
×