ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইশতেহারে গ্রাম ও শহরের বৈষম্য হ্রাসের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৮

 ইশতেহারে গ্রাম ও শহরের বৈষম্য হ্রাসের অঙ্গীকার বাস্তবায়নের  আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী ইশতেহারে ঘোষিত গ্রাম ও শহর এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের অঙ্গীকারসমূহের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। উন্নয়নের বিকেন্দ্রীকরণ, আঞ্চলিক বৈষম্য দূর করে সমগ্র দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা ও সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের পরিকল্পিত উন্নয়ন অব্যাহত রাখার জন্য রাজনৈতিক দল ও জোটসমূহের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রস্তাবনাসমূহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করে সংগঠনটি। একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নির্বাচনী ইশতেহারে দেশের পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত যেসব অঙ্গীকার করেছে, সেগুলো দেশের বর্তমান বাস্তবতায় গুরুত্বপূর্ণ। রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন নিয়ে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক ইশতেহারে বাংলাদেশের গ্রামীণ এলাকায় আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের যে প্রস্তাবনা দিয়েছে, বাংলাদেশের আর্থ-সামাজিক ও পরিকল্পনাগত প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্ববহ। বিআইপি মনে করে মানুষের শহরমুখী অভিগমন রোধে ও দেশের বিকেন্দ্রীকরণ নীতিমালা বাস্তবায়নে আলোচ্য প্রস্তাবনার বাস্তবায়ন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্মত শিক্ষা, কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সুবিধাদি প্রদান করা সম্ভব হলে প্রকৃতপক্ষে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। উপরন্তু আওয়ামী লীগের ইশতেহারে জেলাভিত্তিক বাজেট প্রণয়ন; জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে দায়িত্ব বিভাজন, নগর ও শহরের ভূমি ব্যবহার পরিকল্পনা, পরিকল্পিত উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার যে অঙ্গীকার রয়েছে, দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করবার জন্য উক্ত প্রস্তাবসমূহের প্রকৃত বাস্তবায়ন প্রয়োজন। এছাড়া জেলা শহর ও মফস্বল শহরে স্থানীয় কাঁচামাল ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুচ্ছ শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে স্থানীয় পর্যায়ের অর্থনীতি গতিশীলতা পাবে, যা দেশের প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে।
×