ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ ডিসেম্বর ২০১৮

 আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৩ ডিসেম্বর ॥ ভোলা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় জেলে রয়েছেন। তার ছেলে তারেক জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বিএনপির এখন কোন নেতা নেই। বিএনপি ড. কামাল হোসেনকে ভাড়া করেছে। কামাল হোসেন একটা ভাড়াটিয়া নেতা। বিএনপিকে ভোট দেয়া মানে ভোটটা নষ্ট করা। রবিবার দুপুরে সদর উপজেলার শিবপুরের রোকেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-১ (সদর) আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আরও বলেন, শনিবার প্রধানমন্ত্রী সিলেটে বলেছেন তারেক জিয়াকে দেশে আনা হবে এবং তাকে শাস্তি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের জাতীয় পতাকা দিয়েছে। এখন আবার ঐক্যফ্রন্ট করেছে। বাংলাদেশের মানুষ তাদের পছন্দ করে না। শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে তোফায়েল আহমেদ আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একাদশ সংসদ নির্বাচনে তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আর আমরা বলি, এ নির্বাচনে বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না। দুই-তৃতীয় অংশ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে, ইনশা আল্লাহ্। এসময় তোফায়েল আহমেদ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এখানে অনেক শিল্প-কারখানা গড়ে উঠবে। ভোলার বেকার ছেলে-মেয়েরা চাকরি পাবে। আগামী নির্বাচনে তিনি জয়লাভ করতে পারলে ভোলার প্রতিটি গ্রামে গ্যাস সংযোগ দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রমুখ। মন্ত্রী এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে শহরের বাংলা স্কুল মোড় এলাকায় এসবিএসি ব্যাংকের ৭৩তম শাখা উদ্বোধন করেন।
×