ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরে প্রধানমন্ত্রীর জনসভা আজ

প্রকাশিত: ০৬:৪২, ২৪ ডিসেম্বর ২০১৮

 কামরাঙ্গীরচরে  প্রধানমন্ত্রীর জনসভা  আজ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীতে এটাই শেখ হাসিনা শেষ নির্বাচনী জনসভা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় দলের জাতীয় নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রস্তুতিও ব্যাপক। সংগঠনের ৭৫টি ওয়ার্ড থেকে মোট ৩৫ হাজার যুবক অংশ নেবে নির্বাচনী জনসভায়। লাল-সবুজের গেঞ্জি ও ক্যাপ পরিহিত যুবকদের উপস্থিতিতে জনসভায় ভিন্নতা আনার ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। এজন্য রবিবার দুপুরে কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ বর্ধিত সভার মাধ্যমে ৭৫টি ওয়ার্ডকে এই নির্দেশনা দেন সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
×