ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় জনতার মুখোমুখি এমপি প্রার্থীরা

প্রকাশিত: ২৩:১৫, ২২ ডিসেম্বর ২০১৮

নওগাঁয় জনতার মুখোমুখি এমপি প্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি প্রার্থীরা আজ শনিবার বেলা ১১টায় ‘জনতার মুখোমুখি’ হয়েছিলেন। শহরের নওযোয়ান মাঠে সুজন নওগাঁ জেলা কমিটির উদ্যেগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আসনের তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় সুজন নওগাঁ জেলা কমিটির সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারন সম্পাদক চন্দন দেব, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রুনু চৌধূরী, সুজন রাজশাহীর সমন্বয়কারী আছির উদ্দীন প্রমুখ। ‘জনতার মুখোমুখি’ এ অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার প্রধান সমস্যা রাস্তাঘাট বেহাল, যানজটের সমস্যা, নারীশিক্ষা ও নির্যাতন, নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ উপস্থিত জনগন এবিষয়ে প্রশ্ন তুলেন। পরে প্রার্থী এবং বিশেষ অতিথিরা সবাই একসঙ্গে হাত উচু করে সংহতি প্রকাশ করেন এবং শপথ বাক্য পাঠ করেন। এসময় আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী সভায় উপস্থিত ছিলেন না।
×