ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সংঘর্ষে জাকির মুসার সহযোগীসহ নিহত ৬

প্রকাশিত: ২১:৪৮, ২২ ডিসেম্বর ২০১৮

কাশ্মীরে সংঘর্ষে জাকির মুসার সহযোগীসহ নিহত ৬

অনলাইন ডেস্ক ॥ ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ সন্ত্রাসী জাকির মুসার ঘনিষ্ঠ সহযোগীসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার প্রদেশটির পালওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন। জাকির মুসার ঘনিষ্ঠ সহযোগী সোলিহা রেহান খান নামেও পরিচিত। তিনি জাকির মুসার সন্ত্রাসী গ্রুপ আনসার গাজওয়াত-উল হিন্দের ডেপুটি চিফ ছিলেন। পালওয়ামা জেলার আওয়ানটিপোরা এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও যুদ্ধে ব্যবহারের মতো অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয়েছে। জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সাবেক কমান্ডার জাকির মুসা জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে সংযুক্ত গ্রুপ আনসার গাজওয়াত-উল হিন্দের প্রধান। তিনি মোস্ট ওয়ান্টেড জঙ্গি। গত নবেম্বরে পাঞ্জাবে মুসাকে দেখা যাওয়ার পর সেখানে সতর্কতা জারি করা হয়।
×