ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারী-১ আসনে ভুয়া এমপি প্রার্থী গ্রেফতার

প্রকাশিত: ০৮:১২, ২২ ডিসেম্বর ২০১৮

নীলফামারী-১ আসনে ভুয়া এমপি প্রার্থী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এক ভুয়া এমপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম পিয়ারুল ইসলাম বাবু (৪২)। তিনি দক্ষিণ তিতপাড়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, ‘জাতীয় পার্টির মনোনীত প্রার্থী না হয়েও নিজেকে জাতীয় পার্টির প্রার্থী দাবি করে প্রচারণা চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।’ খবর ওয়েবসাইটের। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে ডিমলা উপজেলা জাপা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা করেন। পরে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ তাকে গ্রেফতার করেন। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে ডিমলা উপজেলা জাপার সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ও লাঙ্গল প্রতীকসহ নিজের ছবি যুক্ত করে জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থী হিসেবে পোস্টার ও লিফলেট প্রকাশ করেন পিয়ারুল ইসলাম বাবু। কিন্তু, তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নন।’ প্রসঙ্গত, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।
×