ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাজিপুরে ধানের শীষের প্রচারে সাড়া নেই

প্রকাশিত: ০৬:৫৫, ২২ ডিসেম্বর ২০১৮

 কাজিপুরে ধানের শীষের প্রচারে সাড়া নেই

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার দুপুরে প্রথমবারের মতো নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে গণসংযোগ ও ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে বিএনপি মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ভোটারের ‘না’ সূচক জবাব পেয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন। তিনি ভোটারের কাছে কোন সাড়া পাননি। সোনামুখীর ব্যবসায়ী ও ভোটাররা কনক চাঁপার হাত থেকে কোন লিফলেট নেননি। তাকে স্পষ্ট করে বলে দিয়েছেন সোনামুখীর মাটি নৌকার ঘাঁটি। উন্নয়ন করবে আওয়ামী লীগ ও মোহাম্মদ নাসিম- আর উড়ে এসে ভোট চাইবেন আপনি (কনকচাঁপা) তা হতে পারে না। ভোটারের এমন জবাব পেয়ে মাত্র ১৫ মিনিট অবস্থান করে মাঠ ছেড়ে চলে গেছেন কনকচাঁপা। এ সময় তার সঙ্গে বিএনপি দলীয় কোন নেতাকর্মী ছিলেন না। স্বামী সুরকার মইনুল ইসলাম তার সঙ্গে ছিলেন। তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে একাই মাঠে নেমেছেন। তবে এ সময় নৌকার ঘাঁটি সোনামুখীতে কেউ তাকে বাধা দেননি, সাফ জবাব দিয়ে বিদায় করে দিয়েছেন মাঠ থেকে। প্রার্থী কণ্ঠশিল্পী কনকচাঁপার গণসংযোগ ও ভোটারদের নিকট ভোট প্রার্থনা করার সময় পুলিশ তার নিরাপত্তা দিয়েছে এবং আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক দূরত্ব বজায় রেখে সৌজন্যতা দেখিয়েছে এমন তথ্য জানালেন সোনামুখী বাজারের সিএনজি চালক সাইফুল ইসলাম।
×