ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কীটভোজী গাছের খোঁজ

প্রকাশিত: ০৫:৫৩, ২২ ডিসেম্বর ২০১৮

 কীটভোজী গাছের খোঁজ

২০১৮ সালে বিশ্বজুড়ে ১শ’ ৫০টির ওপর নতুন প্রজাতির গাছের সন্ধান পাওয়া গেছে। ব্রিটেনের রয়্যাল বোটানিক গার্ডেন কিউ এসব গাছের নামকরণ করেছে। এর মধ্যে ক্যান্সার সারাতে সক্ষম ও কীটভোজী গাছও রয়েছে। ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় নিউ গিনির ছোট্ট বিয়াক দ্বীপে ক্ষুদ্র আকৃতির পোকামাকড় ভোজী একটি নতুন গাছের খোঁজ মিলেছে। বিয়াক দ্বীপের নামের সঙ্গে মিলিয়ে গাছটির নামকরণ করা হয়েছে নেপেনথিস বিয়াক। কিউ গার্ডেনের উদ্ভিদবিজ্ঞানী ডক্টর মার্টিন চিক বলেন, বিয়াক দ্বীপে সম্প্রতি পর্যটকের আনাগোনা বেড়েছে। ফলে গাছটির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিচিত্র এই গাছটির ওপর কোন পোকামাকড় হাঁটা শুরু করলে অল্পসময়ের মধ্যেই ছারপোকা জাতীয় এসব প্রাণী অদৃশ্য হয়ে যায়। তার ধারণা এই গাছ নিয়ে গবেষণা করলে আরও নতুন ওষুধ আবিষ্কার করা যেতে পারে। কিউ গার্ডেনের ম্যানেজার লঁরা জেউইট বলেন, আমরা ধারণাই করতে পারিনি এই আবিষ্কারটি এতটা চমকপ্রদ হবে। অরেঞ্জ অনলাইন অবলম্বনে।
×