ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছায়ানটের শুদ্ধ সঙ্গীত উৎসব সমাপ্ত

প্রকাশিত: ০৫:২৩, ২২ ডিসেম্বর ২০১৮

ছায়ানটের শুদ্ধ সঙ্গীত উৎসব সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ সন্ধ্যা থেকেই ছড়িয়েছে সুরের আবেশ। সেই মোহময়তায় মিলনায়তনে সমাগত হয়েছিলেন শহরের সুররসিকরা। সুরের ঐশ্বর্যময়দার টানে শ্রোতায় পরিপূর্ণ সান্ধ্যকালীন সূচনার সঙ্গীতাসরটি গড়িয়েছে রাত অবধি। শুধু রাত নয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরেলা শব্দধ্বনি বেজেছে মধ্যরাত থেকে ভোর অবধি। রাগ মধুবন্তীর আশ্রয়ে শুরু হওয়া পরিবেশনা সমাপ্ত হয়েছে রাগ টোড়ীর সুরে। মাঝে পরিবেশিত হয়েছে রাগ কাফি, কলাবতী, মালকোষ, রাগেশ্রীসহ নানা ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত। বেজেছে হৃদয় আলোড়িত করা যন্ত্রসঙ্গীতের শব্দধ্বনি। সঙ্গীতের এমন হৃদয়স্পর্শী আয়োজনে ভাললাগার অনুভব নিয়ে ঘরে ফিরে রাজধানীর গানপ্রেমীরা। এভাবেই একরাশ ভাললাগার অনুভবে শেষ হলো ছায়ানট আয়োজিত শুদ্ধসঙ্গীত উৎসব। দুই দিনব্যাপী উৎসবের সমাপনী দিন ছিল শুক্রবার। রেজোয়ান আলীবৃন্দ সঙ্গীতের পরিবেশনায় শুরু হয় সমাপনী রাতের সঙ্গীতাসর। সম্মেলক কণ্ঠে ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন রাগ মধুবন্তী। গান শেষে বেজে ওঠে মন উচাটন করা তবলার বোল। স্বরূপ হোসেনের পরিচালনায় পরিবেশিত হয় ছায়ানটের শিল্পীদের তবলাবাদন। মুলতানী রাগের আশ্রয়ে কণ্ঠসঙ্গীতে সুর ছড়িয়েছেন ঢাকার শিল্পী লতিফুন জুলিও। এরপর বেহালার মিষ্টি সুরে হৃদয় রাঙিয়েছেন ছায়ানটের যন্ত্রসঙ্গীত শিল্পীবৃন্দ। শিউলী ভট্টাচার্যের পরিচালনায় পরিবেশিত হয়েছে রাগ কাফি। রাজশাহীর শিল্পীর সালোক হোসেনের কণ্ঠে উপস্থাপিত হয়েছে রাগ মধুবন্তী। সেতারের স্নিগ্ধ সুরে শ্রোতার অন্তরে ভাললাগার অনুভব ছড়িয়েছেন ঢাকার শিল্পী এবাদুল হক সৈকত। তার সেতারে বেজেছে রাগ হেমন্ত ও কেদারের সুর। ঢাকার শিল্পী সুমন চৌধুরীর কণ্ঠে পরিবেশিত হয়েছে রাগ ইমনকল্যাণ। শ্রী রাগের আশ্রয়ে আপন পরিবেশনা উপস্থাপন করেছেন ঢাকার শিল্পীর কানিজ হুসনা আহম্মাদী সিম্পী। রাগ মারুবেহাগের মাধ্যমে সুর ছড়িয়েছেন ঢাকার শিল্পী সঞ্চিতা তৃষা। কণ্ঠসঙ্গীতের পরিবেশনায় মুগ্ধত ছড়িয়ে অসিত দে। যন্ত্রসঙ্গীতের তবলা ও হারমোনিয়ামের যুগলবন্দী পরিবেশনা উপস্থাপন করেন সুপান্থ মজুমদার ও অভিজিৎ কুন্ডু। রাত থেকে ভোর অবধি চলা সঙ্গীতাসরের মাঝে ছিল বিরতি। শীতল রাতে উন্মুক্ত আয়োজনে শ্রোতাদের জন্য ছিল ডিমন-খিচুড়ির আপ্যায়ন। সেই বিরতির শেষে শুরু হয়েছে আবার পরিবেশনা। ঢাকার শিল্পী অভিপ্রিয় চক্রবর্তীর কণ্ঠসঙ্গীতে ভেসে বেড়িয়েছে রাগ হংসধ্বনির সুর। রাজধানীর আরেক শিল্পী অপিতা চক্রবর্তী পরিবেশন করেন রাগ বেহাগ। রাগ কলাবর্তীর আশ্রয়ে পরিবেশন উপস্থাপন করেন ঢাকার শিল্পী মোঃ আলাউদ্দীন মিয়া। যন্ত্রসঙ্গীতের রাগ্রেশ্রী রাগে শ্রোতার শ্রবণ ইন্দ্রিয়ে সুখময়তায় ছড়িয়েছেন শিউলী ভট্টাচার্য। ঢাকার শিল্পী সুস্মিতা দেবনাথ কণ্ঠসঙ্গীতে শুনিয়েছেন রাগ মালকোষ ও সোহিনী। ললিত পঞ্চম ও বৈরাগী রাগে পরিবেশনা উপস্থাপন করেন রেজেয়ান আলী। সব শেষে ছিল রাগ টোড়ীর আশ্রয়ে মোহাম্মদ শোয়েবের কণ্ঠসঙ্গীত পরিবেশনা। এভাবেই আঠারোটি পরিবেশনায় শ্রোতার হৃদয় রাঙিয়ে বিদায় নেয় এ বছরের শুদ্ধসঙ্গীত উৎসব।
×