ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল ৬ ঘণ্টা বন্ধ ॥ আটকা পাঁচ শতাধিক যান

প্রকাশিত: ০৫:২২, ২২ ডিসেম্বর ২০১৮

 শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল ৬ ঘণ্টা বন্ধ ॥ আটকা পাঁচ শতাধিক যান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে দুদফায় ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে শিমুলিয়া ঘাটে আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। বৃহস্পতিবার দুই দফায় রাত ১১টা থেকে ১টা পর্যন্ত এবং রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত চার ঘণ্টা এ রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে। বিআইডবিøউটিসির শিমুলিয়া ঘাটের প্রান্তিক সহকারী মেহেদী হাসান মজুমদার জানান, পদ্মার অববাহিকা কুয়াশাচ্ছন হয়ে পড়লে রো-রো ফেরি এনায়েতপুরী, ডাম্ব ফেরি রায়পুরা, রানীগঞ্জসহ কয়েকটি ফেরি যাত্রী ও যানবাহনসহ মাঝনদীতে নোঙ্গর করতে বাধ্য হয়। এর ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের ১৬ ফেরিই বন্ধ থাকে। পরে সকালের দিকে কুয়াশা কেটে গেলে মাঝপদ্মায় আটকে পড়া এসব ফেরি শিমুলিয়া ঘাটে আসে। এ সময়ে শিমুলিয়া ঘাট থেকে যানবাহনসহ কপোতী ও ডাম্ব ফেরি লেটিংকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছাড়া হয়। এ নৌরুটে বর্তমানে দুটি রো-রো, সাতটি ডাম্ব, চারটি কে টাইপ, দুটি মিডিয়াম ও ছোট একটিসহ ১৬ ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে দুদফায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এতে এ রুটে চলাচলরত যাত্রীরা শীতে দুর্ভোগে পড়ে।
×