ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৯ কোটি ৮০ লাখ বছর আগের ডাইনোসর

প্রকাশিত: ০৫:২২, ২২ ডিসেম্বর ২০১৮

 ১৯ কোটি ৮০ লাখ বছর আগের ডাইনোসর

১৯ কোটি ৮০ লাখ বছর আগের একটি মাংসখেকো ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। উত্তর ইতালিতে বিশালদেহী এ প্রাণীটির বিচরণ ছিল বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এটির জীবন ও মৃত্যু উভয় ক্ষেত্রেই বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে জানান তারা। গবেষকরা জানিয়েছেন, ডাইনোসরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট, ওজন অন্তত এক টন। জুরাসিক যুগের প্রথম দিকে বিচরণশীল সর্ববৃহৎ ডাইনোসর ছিল এটি। মৃত্যুর পর ডাইনোসরটির দেহ সমুদ্রে ভাসিয়ে দেয়া হয় যা একেবারে তল পর্যন্ত ডুবে যায়। জীবাশ্মে পরিণত হওয়ার আগে এর মাংস সেখানে কয়েক মাস ধরে কিংবা কয়েক বছর ধরে সামুদ্রিক প্রাণী খেয়ে সাবাড় করে। টাইম অবলম্বনে।
×