ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমজাদ হোসেনের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে আজ

প্রকাশিত: ০৫:২০, ২২ ডিসেম্বর ২০১৮

  আমজাদ হোসেনের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে আজ

স্টাফ রিপোর্টার ॥ বাবার কবরে সমাহিত করা হবে পরিচালক আমজাদ হোসেনকে। আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, আমার মায়ের ইচ্ছা বাবাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার, কিন্তু বাবা জীবিত অবস্থায় বলেছিলেন, তাকে যেন জামালপুরে তার বাবার কবরে সমাহিত করা হয়। আমরা পরিবারের সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি বাবার ইচ্ছাই পূরণ করব। তার ইচ্ছা অনুযায়ী জামালপুর শহরে সমাহিত করা হবে। জামালপুরে দাদা নুরউদ্দিন সরকারের কবরে সমাহিত করা হবে। পারিবারিক সিদ্ধান্তের কথা জানিয়ে দোদুল বলেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্বার মরদেহ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর নিয়ে যাওয়া হবে কাওরান বাজারের এটিএন বাংলা কার্যালয়ে। সেখান থেকে এফডিসিতে। এরপর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে জানাজা শেষে জামালপুরে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর এক সপ্তাহ পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে শুক্রবার রাতে পৌঁছায় আমজাদ হোসেনের মরদেহ। রাত আটটা নাগাদ ঢাকায় আমজাদ হোসেনের মরদেহ বহনকারী বিমানটি পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর বায়তুল আমান জামে মসজিদে। সেখানে জানাজা শেষে শেষবারের মতো নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের আদাবরে আমজাদ হোসেনের বাড়িতে। এলাকাবাসীর শ্রদ্ধা শেষে রেখে দেয়া হয় বারডেম হাসপাতালের হিমঘরে।
×