ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙ্গা জবাব ॥ কামরুল

প্রকাশিত: ০৫:১৮, ২২ ডিসেম্বর ২০১৮

 নির্বাচনে বিশৃঙ্খলা  করলে দাঁতভাঙ্গা  জবাব ॥ কামরুল

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোন ধরনের বিশৃঙ্খলা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারী দেন। কামরুল ইসলাম বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য সারাদেশে ভাল পরিবেশ রয়েছে। মানুষ ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। সুন্দর পরিবেশে সবাই মিলে আমরা ভোট উৎসব করছি। কিন্তু একটি অপশক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যে অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে অপশক্তি স্বাধীনতার বিরোধিতা করেছে, যে অপশক্তি ২১ আগস্ট গ্রেনেড মেরে বাংলাদেশকে রক্তাক্ত করেছে সেই অপশক্তি এখনও নানাভাবে দেশকে অস্থীতিশীল করার পায়তারা করছে। হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি ইঞ্জিনিয়ার একেএমএ হামিদ, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, আলতাফ হোসেন বিপ্লব, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম হিলটন প্রমুখ।
×