ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লবণের দামে বিক্রি হচ্ছে চিনি

পণ্যমূল্য কমে আসায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি

প্রকাশিত: ০৫:১৮, ২২ ডিসেম্বর ২০১৮

  পণ্যমূল্য কমে আসায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রায় লবণের দামে বিক্রি হচ্ছে খোলা চিনি। প্রতিকেজি প্যাকেট লবণ কিনতে ভোক্তাকে ৪০ টাকা গুনতে হচ্ছে, আর একই পরিমাণ চিনিতে দিতে হচ্ছে ৪৮ টাকা। মজুদ ও সরবরাহ পরিস্থিতি ভাল থাকায় সামনে চিনির দাম আরও কমতে পারে। তবে দেশীয় লাল চিনির দাম বেশি। প্রতিকেজিতে ৭০ টাকা পর্যন্ত গুনতে হয় ভোক্তাকে। মুদিপণ্যের মধ্যে ডালের দামও অন্য যেকোন সময়ের চেয়ে কম। আমদানিকৃত মোটা মসুর ডাল প্রতিকেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বছরের মধ্যে এখন সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমদানিকৃত মোটা পেঁয়াজে ভোক্তাকে ২০ টাকা দিতে হচ্ছে। মোটা চালের দাম কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৭-৪২ টাকায়। অন্যদিকে বাজারভর্তি শীতকালীন সবজি। দু’একটি ব্যতীত ১০-৩০ টাকার মধ্যে অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে। মাছ ও মাংসের দাম স্থিতিশীল। পণমূল্য কমে আসায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি বিরাজ করছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং মিরপুর সিটি কর্পোরেশন মার্কেট ঘুরে দেখা যায় বাজারভর্তি শীতকালীন সবজি। সস্তায় পেয়ে ভোক্তারা বেশি বেশি করে সবজি কিনছেন। ব্যাগভর্তি সবজি নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলে ঘরে ফিরছেন নগরবাসী। নির্বাচন সামনে রেখে এবছর পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল। কিন্তু ধান ও সবজির বাম্পার ফলনে সেই আশঙ্কা দূর হয়েছে। দূর হয়ে গেছে বাজারের উত্তাপ। এছাড়া এবছর মাছের উৎপাদনও ভাল হয়েছে। সব ধরনের পণ্যের সরবরাহ ও মজুদ বাড়ায় বাজারে কোন সঙ্কট নেই। স্বস্তি বিরাজ করছে রাজধানীর বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে কাপ্তান বাজারে বাজার করছিলেন র‌্যাঙ্কিন স্ট্রিটের বাসিন্দা নিজামুল হাসান। তিনি বলেন, সব ধরনের পণ্যের দাম কমায় বাজারে স্বস্তি বিরাজ করছে। সাধারণত নির্বাচনের সময় জিনিসপত্রের দাম বাড়ার একটি ঝুঁকি থাকে। কিন্তু বর্তমান সরকারের নানা পদক্ষেপে বাজার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, চাল, সবজি ও মাছ সবই এখন অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে। এর ফলে ভোক্তারা খুশি। এদিকে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাজারে সবজির সরবরাহ বাড়ছে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকভর্তি সবজি আসছে রাজধানীর পাইকারি বাজারগুলোতে। এসব সবজিই রাজধানীর খুচরা বাজারগুলোতে বিক্রি হচ্ছে। কাওরান বাজারের সবজি বিক্রেতা মোজাম্মেল হোসেন জনকণ্ঠকে বলেন, প্রতিদিন সবজির সরবরাহ বাড়ছে। এ কারণে সবজির দাম কমে আসছে। তিনি বলেন, তবে যেভাবে দাম পড়ছে তাতে মাঠ পর্যায়ের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সামনে পণ্যের দাম আরও কমবে বলে জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। এছাড়া মাছ ও মাংসের বাজারেও স্বস্তি বিরাজ করছে।
×